1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

১৭ জানুয়ারি ২০২১

রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে গুলি করে দুই বিচারককে হত্যা করেছে বন্দুকধারীরা৷ এই হামলায় জড়িত থাকার কথা এখনও স্বীকার করেনি কেউ৷ 

https://p.dw.com/p/3o2WO
ছবি: Rahman Gul/AP/picture alliance

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা বিচারকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷ দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের মুখপাত্র জামশিদ রাসুলি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত দুই জনই দেশটির সুপ্রিম কোর্টের বিচারক৷

ঘটনার সময় বিচারকরা তাদের কর্মস্থলের পথে ছিলেন বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিদ৷ ‘‘দুর্ভাগ্যবশত আজকের হামলায় আমরা দুই নারী বিচারক হারালাম৷ তাদের গাড়ির চালক আহত হয়েছেন,’’ বলেন তিনি৷ আফগানিস্তানের উচ্চ আদালতে দুইশর বেশি নারী বিচারক নিয়োজিত রয়েছেন বলেও জানান ফাহিদ৷

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, দুই ব্যক্তিকে মোটরসাইকেলে করে গাড়িটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা৷

এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করেনি৷ তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এপির কাছে দাবি করেছেন তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন৷

আফগানিস্তানে নিজেদের সামরিক সদস্যের সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনার যুক্তরাষ্ট্রের ঘোষণার দুইদিনের মাথায় এই হামলা ঘটনা ঘটলো৷ তালিবানের সঙ্গে চুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সেখান থেকে সৈন্য প্রত্যাহারের এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি৷

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে৷ এজন্য তালিবানকে দায়ী করে আসছে প্রশাসন৷ দেশটির গোয়েন্দা প্রধান এর সম্প্রতি দেয়া এক তথ্য অনুযায়ী, ২০২০ সালে জঙ্গী গোষ্ঠিটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল৷

এফএস/এডিকে (এএফপি, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান