কাবুলে হামলা, নিহত ২৫
৩০ এপ্রিল ২০১৮স্থানীয় পুলিশ কর্মকর্তা হাশমত স্তানেকজাই বার্তা সংস্থা এপি’কে জানান, নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন৷ এছাড়া আহত হয়েছেন আরো ৪৫ জন৷ এ বছর এ নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি জায়গায় বড় বড় হামলা হলো৷
এদিকে এই হামলার কয়েক ঘন্টা পর দেশটির দক্ষিণাঞ্চলের কান্দাহার রাজ্যে আরেকটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরো ১১ শিশু মারা গেছে৷
তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে ঘটনার দায় স্বীকার করা হয়েছে৷ আফগান গোয়েন্দা সংস্থাগুলোর সদরদপ্তরই তাদের লক্ষ্য বলে দাবি করেছে তারা৷
কাবুলের শাশ দারাক এলাকায় জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে৷ এখানে আফগান গোয়েন্দা বিভাগের সদরদপ্তর ছাড়াও ন্যাটো সদরদপ্তর ও বেশ কয়েকটি দূতাবাস রয়েছে৷
পুলিশের তথ্যমতে, প্রথম আঘাতটি একটি মোটরবাইকে করে করা হয়েছে৷ দ্বিতীয়টি করা হয়েছে, প্রথমটি ঘটার পর যারা হামলায় জখম ব্যক্তিদের সাহায্য করতে বা সংবাদ সংগ্রহে এসেছিলেন তাদের ওপর৷ দ্বিতীয় হামলাকারী পায়ে হেঁটেই এসেছিলেন৷
সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে দ্বিতীয় বোমাটি বিস্ফোরণ ঘটান দ্বিতীয় ব্যক্তি৷ পুলিশ বলছে, পরিষ্কারভাবেই সাংবাদিকদের টার্গেট করা হয়েছে৷
এএফপি'র কাবুলের প্রধান চিত্রসাংবাদিক শাহ মারাই নিহত সাংবাদিকদের একজন৷ দ্বিতীয় বোমার আঘাতেই তাঁর মৃত্যু হয়৷ তিনি প্রথম বোমা হামলার ছবি তুলতে গিয়েছিলেন৷
সাংবাদিকদের সংগঠন আফগান জার্নালিস্ট সেফটি কমিটি বলছে, মোট আটজন আফগান সাংবাদিক মারা গেছেন৷ আরো ছয় জন আহত হয়েছেন৷
ঘটনার সময় মাসুদা নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে কাছাকাছিই ছিলেন৷ তাঁর স্বামী আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে৷ তিনি এপি'কে বলেন, ‘‘প্রতিদিন আমরা আমাদের প্রিয়জন হারাচ্ছি, এবং এই সরকারের কেউ এসব হামলার দায়দায়িত্ব নিচ্ছেন না৷’’
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি হামলার কঠোর নিন্দা করেছেন৷
মার্কিন দূতাবাস থেকেও বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা করা হয়েছে৷ বলা হয়েছে, এমন সময়ে সরকার ও জনগণের পাশে তারা থাকবে৷
এদিকে, বার্তা সংস্থা এপি বলছে, কান্দাহারের দামানে আরেক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ন্যাটোর একটি বহরকে লক্ষ্য করা হয়েছিল৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তা রাস্তার পাশে একটি মাদ্রাসার ১১ জন শিশুকে হত্যা করে৷
উৎসুক সেই শিশুরা তখন ন্যাটো বহরের চারপাশ ঘিরে মজা করছিল৷
গত সপ্তাহেই আইএস-এর এক আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত হন৷ আহত হন আরো কমপক্ষে ১৩০ জন৷
জেডএ/এসিবি (এপি)
২৫ জানুয়ারির ছবিঘরটি দেখুন...