1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে হামলা, নিহত ২৫

৩০ এপ্রিল ২০১৮

আফগান রাজধানীতে সোমবার সকালে আত্মঘাতী জোড়া বোমা হামলায় আট সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন৷ পুলিশ জানিয়েছে, এদের মধ্যে একজন ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি'র চিত্রসাংবাদিক৷

https://p.dw.com/p/2wuss
ছবি: picture-alliance/AP Photo/M. Hossaini

স্থানীয় পুলিশ কর্মকর্তা হাশমত স্তানেকজাই বার্তা সংস্থা এপি’কে জানান, নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন৷ এছাড়া আহত হয়েছেন আরো ৪৫ জন৷ এ বছর এ নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি জায়গায় বড় বড় হামলা হলো৷

এদিকে এই হামলার কয়েক ঘন্টা পর দেশটির দক্ষিণাঞ্চলের কান্দাহার রাজ্যে আরেকটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরো ১১ শিশু মারা গেছে৷

তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে ঘটনার দায় স্বীকার করা হয়েছে৷ আফগান গোয়েন্দা সংস্থাগুলোর সদরদপ্তরই তাদের লক্ষ্য বলে দাবি করেছে তারা৷

কাবুলের শাশ দারাক এলাকায় জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে৷ এখানে আফগান গোয়েন্দা বিভাগের সদরদপ্তর ছাড়াও ন্যাটো সদরদপ্তর ও বেশ কয়েকটি দূতাবাস রয়েছে৷

পুলিশের তথ্যমতে, প্রথম আঘাতটি একটি মোটরবাইকে করে করা হয়েছে৷ দ্বিতীয়টি করা হয়েছে, প্রথমটি ঘটার পর যারা হামলায় জখম ব্যক্তিদের সাহায্য করতে বা সংবাদ সংগ্রহে এসেছিলেন তাদের ওপর৷ দ্বিতীয় হামলাকারী পায়ে হেঁটেই এসেছিলেন৷

সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে দ্বিতীয় বোমাটি বিস্ফোরণ ঘটান দ্বিতীয় ব্যক্তি৷ পুলিশ বলছে, পরিষ্কারভাবেই সাংবাদিকদের টার্গেট করা হয়েছে৷

এএফপি'র কাবুলের প্রধান চিত্রসাংবাদিক শাহ মারাই নিহত সাংবাদিকদের একজন৷ দ্বিতীয় বোমার আঘাতেই তাঁর মৃত্যু হয়৷ তিনি প্রথম বোমা হামলার ছবি তুলতে গিয়েছিলেন৷

AFP-Fotograf Shah Marai gestorben
হামলায় এএফপি'র কাবুলের প্রধান চিত্রসাংবাদিক শাহ মারাই নিহত হয়েছেনছবি: Getty Images/AFP

সাংবাদিকদের সংগঠন আফগান জার্নালিস্ট সেফটি কমিটি বলছে, মোট আটজন আফগান সাংবাদিক মারা গেছেন৷ আরো ছয় জন আহত হয়েছেন৷

ঘটনার সময় মাসুদা নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে কাছাকাছিই ছিলেন৷ তাঁর স্বামী আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে৷ তিনি এপি'কে বলেন, ‘‘প্রতিদিন আমরা আমাদের প্রিয়জন হারাচ্ছি, এবং এই সরকারের কেউ এসব হামলার দায়দায়িত্ব নিচ্ছেন না৷’’

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি হামলার কঠোর নিন্দা করেছেন৷

মার্কিন দূতাবাস থেকেও বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা করা হয়েছে৷ বলা হয়েছে, এমন সময়ে সরকার ও জনগণের পাশে তারা থাকবে৷

এদিকে, বার্তা সংস্থা এপি বলছে, কান্দাহারের দামানে আরেক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ন্যাটোর একটি বহরকে লক্ষ্য করা হয়েছিল৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তা রাস্তার পাশে একটি মাদ্রাসার ১১ জন শিশুকে হত্যা করে৷

উৎসুক সেই শিশুরা তখন ন্যাটো বহরের চারপাশ ঘিরে মজা করছিল৷

গত সপ্তাহেই আইএস-এর এক আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত হন৷ আহত হন আরো কমপক্ষে ১৩০ জন৷

জেডএ/এসিবি (এপি)

২৫ জানুয়ারির ছবিঘরটি দেখুন...