1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে শিয়া এলাকায় আবার বিস্ফোরণ, মৃত এক

১৮ নভেম্বর ২০২১

কাবুলে হাজারা শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে একজন মারা গেছেন। আহত বহু। আইএস খোরাসান এর দায় স্বীকার করেছে।

https://p.dw.com/p/438Na
আফগানিস্তানে আবার শিয়া এলাকায় বিস্ফোরণ হলো। ছবি: Bram Janssen/AP Photo/picture alliance

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, দাস্ত-ই-বারছি জেলায় এই বিস্ফোরণ হয়েছে। তাদের কাছে একজনের মৃত্যুর খবর এসেছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরো কয়েকজন বিস্ফোরণে মারা গেছেন।

তালেবানের এক কর্মকর্তা বলেছেন, ''আমাদের কাছে প্রাথমিক যে খবর এসেছে, তাতে জানা গেছে, বোমাটি একটি মিনিবাসে রাখা ছিল। আমরা তদন্ত শুরু করেছি।''

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ''আমি বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ শুনি। তাকিয়ে দেখি, একটা মিনিবাস ও ট্যাক্সিতে আগুন ধরে গেছে। সামাজিক মাধ্যমেও পোড়া গাড়ির ছবি শেয়ার করেছেন অনেকে।''

আক্রমণের পিছনে কে

আইএস খোরাসান এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

শহরের অন্যপ্রান্তে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, তারা খবর সংগ্রহ করছেন।

গত সপ্তাহে একই এলাকায় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণও একটি মিনিবাসে হয়েছিল। কাবুলে এখন ঘনঘন বিস্ফোরণ হচ্ছে। অধিকাংশই সংখ্যালঘু শিয়া অধ্যুষিত এলাকায়। আইএস খোরাসান এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে এবং তারা জানিয়েছে, এ পর্যন্ত ২০ জন শিয়া সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে।

আইএস খোরাসান তালেবানের বিরোধী। তালেবান ক্ষমতাদখল করার পর তারা একের পর এক আক্রমণ শানাচ্ছে।

জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)