1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গলবার জাতীয় শোক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ নভেম্বর ২০১২

বাংলাদেশের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় আগুনে নিহতদের মধ্যে ৫৭ জনের পরিচয় মেলেনি৷ তাদের পরিচয় জানতে ডিএনএ টেস্টের উদ্যোগ নেয়া হয়েছে৷ বাকিদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

https://p.dw.com/p/16po7
ছবি: Reuters

তাজরিন ফ্যাশনস'এ আগুনের পর উদ্ধার অভিযান শেষ হলেও সব লাশের পরিচয় মিলছেনা৷ আগুনে লাশ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ পরিচয় নিশ্চিত হওয়ার পর ৫৩টি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

Großbrand in Bangladesch
তাজরিন ফ্যাশনস'এ আগুনের পর উদ্ধার অভিযান শেষ হলেও সব লাশের পরিচয় মিলছেনাছবি: dapd

পরিচয় না মেলা লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় দাফনের সিদ্ধান্ত হয়েছে৷ তবে পরে যাতে পরিচয় জানা যায়, এজন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে৷ লাশের ডিএনএ'র সঙ্গে যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ আছেন, তাদের ডিএনএ মিলিয়ে দেখা হবে৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ড. মোখলেসুর রহমান জানান, লাশের হাড় অথবা দাঁতের ডিএনএ নমুনা নেয়া হবে৷ ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, লাশ, কবর এবং ডিএনএ'র নমুনার একই নম্বর থাকবে৷ ফলে পরবর্তীতে সনাক্ত করা সহজ হবে৷

সোমবার মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার জাতীয় শোক পালনের সিদ্ধান্ত হয়েছে৷ আশুলিয়া পোশাক কারখানায় ১১০ জন এবং চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় এই শোক পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া৷ মঙ্গলবার সারা দেশের পোশাক কারখানা বন্ধ থাকবে৷ জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত৷

এদিকে আশুলিয়া এলাকায় সোমবার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন৷ তারা পোশাক শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেন৷

আশুলিয়ার আগুনের একদিন পর সোমবার ঢাকার দক্ষিণে আরেকটি পোশাক কারখানায় আগুন লাগে৷ ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুনে ১০ জন আহত হলেও কেউ নিহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহীদুল্লাহ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য