1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে মেয়েদের ব্যান্ড

৬ ফেব্রুয়ারি ২০১৩

তিন কিশোরী, তাদের গানের শখ৷ তারা একটি রক ব্যান্ড চালু করলো৷ নাম রাখলো ‘প্রগাশ' – যার অর্থ প্রথম আলো৷ কিন্তু সেই আলো ঠিকমতো জ্বলার আগেই নিভে গেল৷ কারণ ফতোয়া৷

https://p.dw.com/p/17Yqc
ছবি: picture alliance/AP Photo

কাশ্মীরের নিজস্ব সংস্কৃতি কে ‘কাশ্মীরিয়ৎ' বলা হয়৷ সেখানে গান-বাজনার ঐতিহ্য দীর্ঘকালের৷ অথচ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি মুফতি বশিরউদ্দিন আহমেদ ফতোয়া জারি করে ব্যান্ডের মেয়েদের গান বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং রাজনৈতিক নেতাদের সমর্থন উপেক্ষা করতে বলেছেন৷

গোটা ঘটনার শুরু গত বছরের ডিসেম্বর মাসে৷ তিন স্কুল ছাত্রী মিলে ‘প্রগাশ' ব্যান্ড চালু করে৷ ফারাহ দিবা ড্রাম বাজায়, গিটারে অনিকা খালিদ ও নোমা নাজির গানও গাইতে পারে, গিটারও বাজাতে পারে৷ ডিসেম্বরে তারা প্রথম বার শ্রীনগরে সংগীত পরিবেশন করে৷ একটি সংগীত প্রতিযোগিতায় তারা তৃতীয় স্থান অধিকার করে৷ কিন্তু মঞ্চে তাদের প্রথম কনসার্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়৷ একদল প্রশ্ন তোলে, কাশ্মীরের মতো মুসলিম প্রধান সমাজে এ ধরনের গান বা কনসার্ট আদৌ গ্রহণযোগ্য কিনা৷ কিছু মানুষ ইসলাম ধর্মে সংগীতের ভূমিকা নিয়ে আলোচনা শুরু করে৷ আরেক দল মুসলিম সমাজে নারীদের অবস্থানেরও উল্লেখ করে৷ অনেকে আবার অত্যন্ত কুরুচিকর ভাষায় সরাসরি তিন কিশোরীকে আক্রমণ করেছে৷

Indien Pakistan Grenzkonflikt Kaschmir
কাশ্মীরে চলমান সংকটের বাইরেও লড়তে হয় নারীদেরছবি: AP

তবে বেশ কিছু মানুষ রাজ্যে মেয়েদের এই প্রথম ব্যান্ডের সপক্ষেও মুখর হয়ে উঠেছিল৷ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ‘প্রগাশ'-এর প্রতি সমর্থন জানিয়ে তাদের হয়রানির তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন৷ বিরোধী দলের জোট হুরিয়ত কনফারেন্স মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেও ফতোয়ার পক্ষে সমর্থন জানায় নি৷

ফতোয়ার খবর শুনে তারা কোনো ঝুঁকি নিতে চায় নি৷ মুফতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, আমরা ব্যান্ড ভেঙে দিলাম৷ তাদের গানের শিক্ষক আদনান মাট্টু বলেন, মেয়েরা খুব ভয় পেয়ে গেছে এবং অবিলম্বে এই বিতর্ক শেষ করে দিতে চাইছে৷ ইন্টারনেটে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর যে প্রচার অভিযান শুরু হয়েছে, তার পরিণাম হিসেবে প্রথমে তাদের লাইভ কনসার্ট বন্ধ করে দিতে হয়৷ তখন তারা একটি অ্যালবাম তৈরি করার দিকে মন দেয়৷ এবার মুফতির ফতোয়ার কথা শুনে সংগীত জগত থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

এসবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য