‘কিং খান’ এবার পশ্চিম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর
১১ নভেম্বর ২০১১সপ্তদশ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ৷ সেখানেই পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে একান্তে কথা বলেন৷ বার্তা সংস্থা পিটিআইকে তিনি পরে জানান, ‘‘হ্যাঁ, পশ্চিম বঙ্গের ব্র্যান্ড অ্যামবাসাডর হতে শাহরুখ খান রাজি হয়েছেন৷''
কলকাতায় শাহরুখ বেশ জনপ্রিয়৷ এর একটা কারণ হল আইপিএলের ক্লাব কলকাতা নাইট রাইডার্সের তিনিই মালিক৷ ২০০৮ সালে কিনে নেন তিনি এই ক্লাব৷ তারপর থেকে কলকাতা নিয়ে আগ্রহ তাঁর আরো বেড়েছে৷ কলকাতায় আসার সুযোগ তিনি ছাড়েন না৷ ৪৬ বছর বয়স্ক শাহরুখ খান মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, যখনই তাঁকে পশ্চিম বঙ্গে ডাকা হবে তিনি সঙ্গে সঙ্গে হাজির হবেন৷ এসব কথা বলতে গিয়ে তিনি ‘রাজু বান গ্যায়া জেন্টেলম্যান' ছবির কথা বলেন৷ ছবিটির শ্যুটিং হয়েছিল দার্জিলিং-এ৷ শাহরুখ খান জানান, কলকাতার স্মৃতি-মাখা দিনগুলো তাঁর সবসময়ই মনে পড়ে৷
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান জানান, ‘‘কলকাতার ছবি আমার সবসময়ই ভাল লাগে৷ কলকাতা থেকে বেশ কিছু সেরা ছবি আমরা উপহার পেয়েছি৷'' কলকাতা তাঁর কাছে গোটা দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতেরই প্রাণকেন্দ্র৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক