1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পকে কিমের প্রথম বার্তা

৯ এপ্রিল ২০১৮

উত্তর কোরিয়া এখন পরমাণু অস্ত্র ত্যাগ করতে রাজি৷ অতীতে এ কথা তারা দক্ষিণ কোরিয়াকে বলেছিল৷ এবার সেই বার্তাই কিমের দেশ সরাসরি দিল যুক্তরাষ্ট্রকে৷  

https://p.dw.com/p/2viLM
Kombi-Bild  Trump und Kim Jong Un
ছবি: Reuters/K. Lamarque/KCNA

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তপ্ত স্নায়ুযুদ্ধ চালিয়ে গেছে৷ এমনকি উত্তর কোরিয়ার যুদ্ধনায়ক কিম জং উন আবার নতুন বছরের শুরুতে হুমকিও দিয়েছিলেন, ‘‘পুরো যুক্তরাষ্ট্র আমাদের পারমাণবিক অস্ত্রের সীমার মধ্যে আর এর সুইচ আমার অফিসের টেবিলেই আছে৷''  সেই উত্তর কোরিয়া এবার অস্ত্র কর্মসূচি প্রত্যাহার করে ট্রাম্পের সঙ্গে বৈঠকের মুখে!

আগামী মাসে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক৷ ট্রাম্প শর্ত দিয়েছিলেন, কিম পরমাণু অস্ত্র কর্মসূচি না ছাড়লে আলোচনা হবে না৷ এই পূর্বশর্ত মেনে সরাসরি পিয়ংইয়ং সরকারি স্তরে ওয়াশিংটনকে বার্তা পাঠিয়েছে৷ রবিবার মার্কিনি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন৷ তাঁদের এই মন্তব্য প্রকাশিত হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায়৷ তবে কখন বা কীভাবে উত্তর কোরিয়া বার্তা পাঠিয়েছে, সেটা মার্কিন আধিকারিকেরা পত্রিকাকে জানাননি৷ প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বক্তব্য অনুযায়ী, দু'দেশের মধ্যে তথ্য আদান প্রদানের মাধ্যম রয়েছে৷

তৃতীয় পক্ষের বদলে সরাসরি উত্তর কোরিয়া প্রথমবার এই বার্তা অ্যামেরিকাকে দেওয়ায় বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে৷

পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকের কথা বলে গত মাসে ট্রাম্প নিজের প্রশাসনিক দপ্তর সহ অন্যান্য দেশগুলিকেও আশ্চর্য করেছিলেন৷ যদিও এ জন্য পূর্ব শর্ত আরোপিত ছিল৷ দক্ষিণ কোরিয়ার মতো চিনও বলেছিল, কিম পরমাণু অস্ত্র ত্যাগ করবেন৷ কিন্তু সরকারি বা বেসরকারিভাবে উত্তর কোরিয়া থেকে অ্যামেরিকায় এই ধরনের কোনো সবুজ সংকেত না আসায় ট্রাম্প ও কিমের বৈঠক আদতে হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল৷

পিএস/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য