কিরগিজদের জার্মানির সহায়তা
১৩ জানুয়ারি ২০১৭আখরোট সংগ্রহের সময় বনে অনেক মানুষের আগমন ঘটে৷ যেমন আকবারমেত আকিশোভা এই সময়টায় তাঁবুতে থাকেন৷ তিনি বলেন, ‘‘আমরা চারজন কাজ করি৷ আমার দুই ছেলে, এক ছেলের বউ আর আমি৷ যে বছর উৎপাদন ভাল হয় সে বছর প্রায় দুই থেকে তিন টন আখরোট পাওয়া যায়৷ কিন্তু এ বছর আমরা মাত্র ৩০০ কেজি আখরোট পেয়েছি৷''
অবশ্য তারপরও জালালাবাদ মার্কেটে অনেক আখরোট পাওয়া যাচ্ছে৷ খোসা সহ এক কেজির দাম দুই ইউরো৷ আর খোসা ছাড়িয়ে বিক্রি করলে কেজিপ্রতি ছয় ইউরো পাওয়া যায়৷
সোভিয়েত আমলে সংগ্রহ করা সব আখরোট সরকারকে দিয়ে দিতে হত৷ সেই অবস্থায় আর কখনই ফিরে যেতে চান না স্থানীয় কৃষকরা৷
নানা কারণে আখরোটের উৎপাদন কম হওয়ায় মাঝেমধ্যে বিপদে পড়েন কিরগিজরা৷ কিরগিস্তানের পরিবেশবিদরা জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেড এর সঙ্গে মিলে পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করছেন৷ বেড়া দেয়ার মাধ্যমে গবাদি পশুর হাত থেকে ছোট গাছ রক্ষা করা হচ্ছে৷ প্রকল্পের অর্থে এগুলো কিনে দেয়া হয়েছে৷ কারণ স্থানীয়দের বেড়া কেনার সামর্থ্য ছিল না৷ এছাড়া যাযাবর হওয়ার কারণে বেড়া বিষয়টির সঙ্গে তারা পরিচিতও ছিল না৷
এছাড়া গ্রামবাসীদের আয়ের অন্যান্য উৎস সম্পর্কেও ধারণা দেয়া হচ্ছে৷ যেমন শুকনো আপেল কিংবা ঔষধি গাছ চাষ করা৷
কের্স্টিন পেলজার/জেডএইচ