কিশোরীর মৃত্যুর পাঁচ বছর পর ধর্ষকদের কারাদণ্ড
২৪ মার্চ ২০২২বিজ্ঞাপন
দণ্ডিত দুইজন হলেন, মাটিরাঙ্গার কাঠান বাগান এলাকার রেজাউল হাওলাদার ও মো. সাবু মিয়া৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, আসামিদের যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং ১০ লাখ টাকা করে কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে৷
মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৭ এপ্রিল সাবু মিয়ার মাটিরাঙ্গার মুসলিম পাড়ার বাগান বাড়িতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়৷ ধর্ষণের পর কিশোরী গায়ে আগুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ আট মাস চিকিৎসাধীন থেকে সে বছরই ১৬ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় কিশোরীর৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)