1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোরীর মৃত্যুর পাঁচ বছর পর ধর্ষকদের কারাদণ্ড

২৪ মার্চ ২০২২

খাগড়াছড়ির এক কিশোরীকে ধর্ষণ করার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷  বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের৷

https://p.dw.com/p/48ykT
দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত  ছবি: bdnews24.com

দণ্ডিত দুইজন হলেন, মাটিরাঙ্গার কাঠান বাগান এলাকার রেজাউল হাওলাদার ও মো. সাবু মিয়া৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, আসামিদের যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং ১০ লাখ টাকা করে কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে৷

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৭ এপ্রিল সাবু মিয়ার মাটিরাঙ্গার মুসলিম পাড়ার বাগান বাড়িতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়৷ ধর্ষণের পর কিশোরী গায়ে আগুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ আট মাস চিকিৎসাধীন থেকে সে বছরই ১৬ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় কিশোরীর৷ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান