হামলাকারী মানসিকভাবে অসুস্থ
১০ মার্চ ২০১৭৩৭ বছরের ঐ ব্যক্তি সাবেক যুগোশ্লাভিয়া থেকে এসে এখন জার্মানির ভুপার্টাল শহরে বাস করেন৷ তিনি প্রথমে লোকাল একটি ট্রেনে যাত্রীদের উপর হামলা করেন বলে অভিযোগ৷ তারপর ট্রেন থেকে নেমে স্টেশনের প্রধান হলে উপস্থিত মানুষদের সামনে তাকে কুড়াল হাতে দেখা গেছে৷
স্টেশন কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে প্রথম হামলার খবর পান৷ এর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীর পিছু নেয়৷ তখন ধরা পড়ার হাত থেকে বাঁচতে একটি ব্রিজ থেকে লাফ দেন তিনি৷ এতে বেশ কিছুটা আহত হন হামলাকারী৷ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে৷ হামলায় ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়েছে৷
পুলিশ এক বিবৃতিতে হামলাকারীর ‘স্পষ্টতই মানসিক সমস্যা’ আছে বলে জানিয়েছে৷
এই ঘটনায় ড্যুসেলডর্ফ দিয়ে ট্রেন চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল৷ মাঝরাতের পর তা আবার চালু হয়৷
শহরের মেয়র টোমাস গিজেল আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন৷
এর আগে গত বছরের জুলাই মাসে জার্মানির ভুয়র্ৎসবুর্গ শহরে ১৭ বছর বয়সি এক আশ্রয়প্রার্থী ছুরি ও কুড়াল হাতে একটি লোকাল ট্রেনে হামলা চালিয়ে পাঁচ ব্যক্তিকে আহত করেছিল৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)