1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলাকারী মানসিকভাবে অসুস্থ

১০ মার্চ ২০১৭

জার্মানির ড্যুসেলডর্ফ শহরের প্রধান রেলস্টেশনে বুধবার রাতে কুড়াল নিয়ে হামলা চালিয়ে সাতজনকে আহত করা ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ জানিয়েছে৷ ঐ ঘটনায় তিন ব্যক্তি মারাত্মক আহত হন৷

https://p.dw.com/p/2YwZA
Deutschland Hauptbahnhof in Düsseldorf
ড্যুসেলডর্ফ শহরের প্রধান রেলস্টেশনছবি: Getty Images/AFP/P. Stollarz

৩৭ বছরের ঐ ব্যক্তি সাবেক যুগোশ্লাভিয়া থেকে এসে এখন জার্মানির ভুপার্টাল শহরে বাস করেন৷ তিনি প্রথমে লোকাল একটি ট্রেনে যাত্রীদের উপর হামলা করেন বলে অভিযোগ৷ তারপর ট্রেন থেকে নেমে স্টেশনের প্রধান হলে উপস্থিত মানুষদের সামনে তাকে কুড়াল হাতে দেখা গেছে৷

স্টেশন কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে প্রথম হামলার খবর পান৷ এর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীর পিছু নেয়৷ তখন ধরা পড়ার হাত থেকে বাঁচতে একটি ব্রিজ থেকে লাফ দেন তিনি৷ এতে বেশ কিছুটা আহত হন হামলাকারী৷ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে৷ হামলায় ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়েছে৷

পুলিশ এক বিবৃতিতে হামলাকারীর ‘স্পষ্টতই মানসিক সমস্যা’ আছে বলে জানিয়েছে৷

এই ঘটনায় ড্যুসেলডর্ফ দিয়ে ট্রেন চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল৷ মাঝরাতের পর তা আবার চালু হয়৷

শহরের মেয়র টোমাস গিজেল আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন৷

এর আগে গত বছরের জুলাই মাসে জার্মানির ভুয়র্ৎসবুর্গ শহরে ১৭ বছর বয়সি এক আশ্রয়প্রার্থী ছুরি ও কুড়াল হাতে একটি লোকাল ট্রেনে হামলা চালিয়ে পাঁচ ব্যক্তিকে আহত করেছিল

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য