1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কো-পাইলটের ‘মানসিক সুস্থতা' নিয়ে বিতর্ক

৩১ মার্চ ২০১৫

ইচ্ছে করেই বিমান বিধ্বস্ত করেছিলেন জার্মান কো-পাইলট? একসময় তিনি ‘আত্মহত্যাপ্রবণ' ছিলেন- এ তথ্য বেরিয়ে আসার পর প্রশ্নটা আরো বড় হয়েছে৷ বিমান কর্তৃপক্ষ বলছে, অনুমানভিত্তিক তথ্যকে গুরুত্ব দেয়া অনুচিত৷

https://p.dw.com/p/1Ezus
Germanwings Frankreich Absturz Helfer Bergung
ছবি: Reuters/French Interior Ministry/DICOM/F. Pellier

ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত জার্মানউইংসের বিমানের কো-পাইলট আন্দ্রেয়াস লুবিৎস শারীরিক এবং মানসিকভাবে বিমান চালানোর উপযুক্ত ছিলেন না- কিছু তথ্যের ভিত্তিতে এমনটি প্রমাণ করার চেষ্টা শুরু হলেও এমন সিদ্ধান্তকে অনুমানভিত্তিক মনে করার পক্ষে জার্মান বিমান কর্তৃপক্ষ যুক্তিও দেখিয়েছে৷ ড্যুসেলডর্ফের প্রসিকিউটর অফিসের কর্মকর্তা হেয়ারেনব্রুক জানিয়েছেন, আন্দ্রেয়াস লুবিৎসের শারীরিক এবং মানসিক সমস্যা সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তার সবই তাঁর জার্মানউইংসে কর্মজীবন শুরুর আগের৷ তিনি জানান, লুবিৎস একসময় মনস্তাত্ত্বিকের পরামর্শ নিতেন এবং তখন তাঁর মাঝে ‘আত্মহত্যার প্রবণতা' ছিল, এটা হয়তো ঠিক৷ তবে তাঁর সেই অবস্থাটা ছিল বৈমানিক হিসেবে কাজ শুরুর আগে৷ হেয়ারেনব্রুক জানান, ২০১৩ সালে বৈমানিকের সনদ পাওয়ার পর থেকে একবারও তাঁর মধ্যে সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি৷ অথচ নিয়ম অনুযায়ী নিয়মিতই তিনি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং সেই প্রক্রিয়ায় মানসিক স্বাস্থ্যের পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হয়েছে তাঁকে৷ সুতরাং চাকরিতে যোগ দেয়ার পর থেকে দুর্ঘটনার দিন পর্যন্ত লুবিৎসকে অসুস্থ বা অনুপযুক্ত ভাবার কোনো কারণ ছিলনা- এমন মত প্রকাশ করে হেয়ারেনব্রুক জানান, জার্মান কর্তৃপক্ষ কোনো রকমের অনুমানভিত্তিক আলোচনায় অংশ নেবেনা৷

তাতেও অবশ্য বিতর্কের অবসান হয়নি৷ সংবাদ মাধ্যমে এমন খবরও এসেছে যে, লুবিৎস এক সময় মানসিক বিষাদ কাটাতে নিয়মিত ওষুধ খেতেন, চোখেও নাকি সমস্যা ছিল তাঁর৷ তাই প্রশ্ন উঠেছে- এমন একজনকে বিমান চালনার সুযোগ দেয়া হলো কীভাবে?

জার্মানির কেন্দ্রীয় বিমান কর্তৃপক্ষের মুখপাত্র কর্নেলিয়া ক্রামার জানান, বিমান চালকের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি সরাসরি তাঁদের হাতে নেই৷ বৈমানিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন প্রশিক্ষিত চিকিৎসকরা৷ তাঁদের প্রতিবেদন যায় সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছে৷ বিমান সংস্থা পরে সেই প্রতিবেদন পাঠায় কেন্ত্রীয় বিমান কর্তৃপক্ষের কাছে৷ তবে মনস্তত্ববিদ হান্স-ভ্যার্নার টাইশম্যুলার তুলে ধরেছেন অন্য একটি দিক৷ তিনি জানান, চিকিৎসকদের একটা পর্যায়ে রোগীর কথার ওপরে বিশ্বাস করেই সিদ্ধান্ত নিতে হয়৷ রোগী যদি তাঁর সাম্প্রতিক মানসিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য গোপন করেন তাহলে চিকিৎসকের কিছু করার থাকেনা৷ প্রশ্ন হলো, আন্দ্রেয়াস লুবিৎসও কি শেষ দিকে কোনো কারণে আবার বিষাদগ্রস্থ হয়ে পড়েছিলেন এবং সেই তথ্য কি তিনি গোপন করেছেন?

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য