1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানউইংস ট্র্যাজেডি

২৬ মার্চ ২০১৫

ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় পড়া জার্মানউইংস বিমানের কো-পাইলট ইচ্ছা করেই বিমানটিকে নীচে নামিয়েছেন৷ এর আগে তিনি প্রধান পাইলটের জন্য ককপিটের দরজা খুলতে অস্বীকৃতি জানান৷

https://p.dw.com/p/1Exw7
Frankreich Absturz Germanwings A320 (Bildergalerie)
ছবি: D. Bois/AFP/Getty Images

ফ্রান্সের মার্সেই এর প্রসিকিউটর ব্রিস রবিন কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘‘২৮ বছর বয়সি কো-পাইলট ‘ইচ্ছাকৃতভাবে' বিমান অবতরণ শুরু করেছিলেন বলে ককপিটে থাকা ফ্লাইট রেকর্ডার থেকে জানা গেছে৷''

‘‘তবে এটাকে সন্ত্রাসী কাজ বলার মতো কোনো লক্ষণ এই মুহূর্তে নেই,'' বলেন রবিন৷ আন্দ্রেয়াস লুবিৎস নামের ঐ কো-পাইলটের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ ছিল না৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডে মাইসিয়েরে বলেছেন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কো-পাইলটের সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায়নি৷

এদিকে, ফ্রান্সের তদন্ত কর্মকর্তাদের দেয়া এই তথ্য তাঁকে ‘গভীর নাড়া' দিয়েছে বলে টুইটারে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য