ভারতে ‘সাদা পেলে'
৪ সেপ্টেম্বর ২০১৪খেলোয়াড়ি জীবনে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের সঙ্গে তুলনা হতো তাঁর৷ জিকোর দুর্ভাগ্য, ১৯৭৮, ১৯৮২ আর ১৯৮৬ – এই তিন আসরে অংশ নিলেও একবারও বিশ্বকাপ জিততে পারেননি৷ তবে নয়নাভিরাম ফুটবল খেলে মন জিতেছিলেন সবার৷ অনেকের মতে, তাঁর খেলার ধরণটা ‘কালো মানিক' পেলের মতো৷ কিন্তু গায়ের রং পেলের মতো নয়, ধবধবে ফর্সা৷ তাই জিকোকে ডাকা হতো ‘সাদা পেলে' বলে৷
ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এবার সেই ‘সাদা পেলে'-কে পেয়েছে৷ তাঁর সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে আইএসএল-এর ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়া৷ দলটির কর্মকর্তারা কোচ হিসেবে জিকোকে পেতে ব্রাজিলে গিয়েছিলেন৷ রিও ডি জানেরোতে গিয়ে সম্মতি এবং তারপর চুক্তিপত্রে স্বাক্ষরও আদায় করে নিয়েছেন আর্থার আনটুনেস কোয়িম্ব্রা জিকোর৷
অক্টোবরেই শুরু হচ্ছে আইএসএল৷ শুরু থেকেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সঙ্গে পাওয়া নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি করছে না এফসি গোয়া৷ মঙ্গলবার এক বিবৃতিতে জিকোকে কোচ হিসেবে পাওয়ার সুসংবাদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি আরো জানিয়েছে, কোচের ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে ব্রাজিলে আবার কর্মকর্তাদের পাঠাবে তারা৷
আইএসএল-এ জিকোর আগেও যোগ দিয়েছেন বেশ কয়েকজন বিশ্বনন্দিত সাবেক তারকা৷ ইটালির আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সের দাভিদ ত্রেজেগে এবং রোব্যা (রবার্ট) পিরেস, স্পেনের লুইস গার্সিয়া আর ইংল্যান্ডের ডেভিড জেমসও আছেন সেই তালিকায়৷
এসিবি/ডিজি (এএফপি)