1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এনা’র মালিকের তথ্য চায় দুদক

১০ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে সড়কে প্রতিদিন এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷

https://p.dw.com/p/3XYCb
ছবি: bdnews24.com

এ বিষয়ে জানতে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামাদ, মেয়ে চাশমে জাহান নিশি ও ছেলে রিদওয়ানুল আশিক নিলয়ের নামে নিবন্ধিত যানবাহনের তথ্য চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে চিঠি পাঠিয়ে দুদক৷

চিঠিতে বলা হয়, এনায়েত উল্লাহর বিরুদ্ধে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন সড়কে চলাচলকারি ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে৷ তার বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কথাও দুদকের চিঠিতে উল্লেখ করা হয় বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

তবে বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের এ নেতা৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন ‘‘সংগঠনের যেসব চাঁদাবাজ ছিল তাদেরকে একবছর আগেই বের করে দেওয়া হয়েছে৷ এরপর থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকাসহ অন্যান্য জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে৷’’

গত ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এনায়েতের বিরুদ্ধে ঢাকার পরিবহন থেকে  ‘দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা' আদায়ের অভিযোগ করেন সড়ক পরিবহন সমিতির সাবেক নেতা ইসমাইল হোসেন বাচ্চু৷

অভিযোগের প্রতিবাদে ২৭ অক্টোবর করা সংবাদ  সম্মেলনে এনায়েত বলেন ‘‘চাঁদাবাজির অভিযোগ মিথ্যা৷ ঢাকায় এত টাকা চাঁদাবাজি করার সুযোগ নেই৷’’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার এনায়েত উল্লাহর মালিকানাধীন এনা পরিবহনের বাস ঢাকা থেকে দেশের বিভিন্ন  গন্তব্যে চলাচল করে৷

আরআর/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য