কোরিয়া সংকট সমাধানে ‘সাহায্য' করছে না চীন: ট্রাম্প
৩০ আগস্ট ২০১৮দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার কোনো পরিকল্পনা আপাতত তাঁর প্রশাসন করছে না, বলেও জানিয়েছেন তিনি৷ তবে একই সাথে ট্রাম্প এই হুঁশিয়ারিও দিয়েছেন, ‘যেকোনো মুহূর্তে' চাইলেই যুক্তরাষ্ট্র এই মহড়া পুনরায় শুরু করতে পারে৷ শুধু তাই নয়, এবার যৌথ মহড়া শুরু হলে সেটা ‘অতীতের যে-কোনো সময়ের চেয়ে বড়' হবে বলেও মন্তব্য করেছেন তিনি৷
এক বিবৃতিতে কোরীয় সংকটে চীনের ভূমিকার সমালোচনা করে উপযুক্ত ‘চাপ প্রয়োগের' আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট৷
একদিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস যৌথ সামরিক মহড়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন৷ কদিন আগেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় উত্তর কোরিয়া সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়াকে উত্তর কোরিয়া তার দেশের ওপর আগ্রাসনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে৷ ফলে আলোচনা এগিয়ে নিতে জুন মাসে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বাতিল করেন ট্রাম্প৷
অবশ্য বুধবার দেয়া বিবৃতিতে উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রশংসাই করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ এই সম্পর্ককে ‘সুন্দর ও উষ্ণ' বলেও বর্ণনা করেছেন তিনি৷
জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে একসাথে কাজ করতে একমত হন৷ কিন্তু এরপর থেকে হোয়াইট হাউজ অভিযোগ করে আসছে, পরমাণু অস্ত্র পরিত্যাগ করতে যথেষ্ট উদ্যোগী নয় উত্তর কোরিয়া৷ মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারাও বরাবরই এ বিষয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন৷
তবে, ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য নিয়ে সম্পর্কের অবনতির ফলে উত্তর কোরিয়াকে পরমাণু ইস্যুতে চাপ দিচ্ছে না চীন৷ জ্বালানি, সার এবং বিভিন্ন পণ্য সরবরাহ করে বেইজিং উত্তর কোরিয়াকে সহায়তা করে চলেছে বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের৷
এডিকে/জেডএইচ (রয়টার্স, এপি)