ক্রাইমিয়ায় কলেজে আত্মঘাতী হামলায় নিহত ১৮
১৭ অক্টোবর ২০১৮ক্রাইমিয়ার বন্দরনগরী কের্চের টেকনিক্যাল কলেজে এ হামলায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে৷
ক্রাইমিয়ার নেতা সের্গেই আস্কিওনোভ বলেছেন, কলেজের এক ছাত্রই বন্দুকের গুলিতে আত্মহত্যার আগে বিস্ফোরণ ঘটিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়৷
ভ্লাদিস্লাভ রোসলিয়াকভ নামে ১৮ বছরের এক শিক্ষার্থীকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছেন রুশ তদন্তকারীরা৷
হতাহতদের অধিকাংশই কলেজের শিক্ষার্থী বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে৷
স্থানীয় সময় বুধবার দুপুরে কলেজের ক্যাফেটোরিয়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ তদন্তকারীরা বলছেন, বিভিন্ন ধাতব বস্তু দিয়ে ভর্তি ছিল এই বোমা৷
কোথাও আর কোনো বিস্ফোরক রাখা আছে কি না, তাও খুঁজে দেখার কথা জানিয়েছেন রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটির এক মুখপাত্র৷
জঙ্গিবাদও খতিয়ে দেখা হচ্ছে
এই হামলার পেছনে জঙ্গিবাদের সংযোগ আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ জানিয়েছেন৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন নিরাপত্তা সংস্থাগুলোকেও তদন্তে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি৷
রাশিয়া ও ক্রাইমিয়াকে সংযোগকারী নবনির্মিত সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত কের্চ৷ ২০১৪ সালে মস্কোপন্থি ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতা থেকে উৎখাত করে ইউরোপপন্থি প্রতিবাদকারীরা৷ এরপরই বলপূর্বক ক্রাইমিয়া দখল করে নেয় রাশিয়া৷
এডিকে/এএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)