ম্যার্কেল-পুটিন বৈঠক সম্পন্ন
১৮ মে ২০১৮আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নানা বিষয়ে চলমান উত্তেজনার মধ্য দিয়েই বৈঠকে করলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷
শুক্রবার রাশিয়ার সোচি শহরে হওয়া এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, ইরানে পরমাণু চুক্তির চেয়ে ভালো কিছু হতে পারে না৷ এছাড়া পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতি ভঙ্গের ঘটনারও সমালোচনা করেন তিনি৷
ইউক্রেন ইস্যু
দুই নেতাই পূর্ব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ‘একমাত্র ভিত' হিসেবে মিনস্ক চুক্তির কথা উল্লেখ করেন৷ তাঁরা উভয়েই মনে করেন যে, এতে জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ইউক্রেনের সম্মিলিত প্রচেষ্টাতেই এর বাস্তবায়ন সম্ভব৷
সেখানে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের সমালোচনা করেন ম্যার্কেল৷ পুটিন ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের সমর্থন করছেন৷
নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন করা হলেও ইউক্রেনের মধ্য দিয়ে প্রথম গ্যাস পাইপলাইনটিও সচল রাখার পক্ষে জোরালো সমর্থন দেন ম্যার্কেল৷ বলেন, ‘‘এক্ষেত্রে জার্মানি তার দায়িত্ব পালন করবে৷''
পুটিনও আশ্বস্ত করে বলেন যে, ইউক্রেনে রাশিয়ার গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে৷ ‘‘অর্থনৈতিকভাবে লাভজনক হলে অবশ্যই গ্যাস সরবরাহ করব আমরা৷'' বলেন তিনি৷
পুটিন অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে উষ্মা প্রকাশ করেননি৷ বরং তিনি বলেন, ‘‘আমি বুঝি, মার্কিন প্রেসিডেন্ট তাঁর দেশের ব্যবসায়িক স্বার্থকেই আগে দেখছেন৷ ইউরোপের বাজারে তিনি তাঁর দেশের পণ্যের সরবরাহ বাড়াতে চান৷''
পুটিন বলেন, ‘‘ডোনাল্ড শুধু মার্কিন প্রেসিডেন্টই নন, তিনি নিজেও একজন ভালো উদ্যোক্তা৷''
মধ্যপ্রাচ্য
ম্যার্কেল বলেন, ইরান চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্র৷
‘‘এটা হয়তো সবদিক থেকে যথাযথ চুক্তি নয়, কিন্তু এর চেয়ে ভালো কোনো চুক্তি হয়নি৷'' বলেন তিনি৷
পুটিন বলেন যে, ইউরোপীয় দেশগুলোকে সিরিয়া পুনর্নিমাণে সহযোগিতা করা উচিত, যদি তারা চায় যে, সে দেশ থেকে আসা শরণার্থীরা ফিরে যাক৷
আর কী বলা হয়েছে?
পুটিন বলেন যে, আলোচনা খুবই ‘ফলপ্রসূ' হয়েছে৷
ম্যার্কেল বলেন, ‘‘ভিন্নমত থাকলেও বড় সমস্যাগুলো কার্যকরী আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়৷''
দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে মতভেদের মাঝখানে ইরান পরমাণু চুক্তি নিয়ে জার্মানি ও রাশিয়ার একই দৃষ্টিভঙ্গিকে বিরল হিসেবেই দেখা হচ্ছে৷ সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার সমর্থন, তাদের ক্রাইমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনসহ বেশ কয়েকটি ইস্যুতে রাশিয়ার কড়া সমালোচনা করেছে জার্মানি৷
জেডএ/এসিবি (এপি, ডিপিএ)