ক্রিকেট বিশ্বকাপের জমকালো উদ্বোধন হল ঢাকায়
১৭ ফেব্রুয়ারি ২০১১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৭টায় ৩ মিনিটের ভাষণের মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করেন৷ বাংলা ভাষায় বক্তব্য রাখেন আইসিসির প্রধান শারদ পাওয়ার৷ বিসিবির আ হ ম মোস্তফা কামালও ভাষণ দেন৷ এর পর রাত অবধি সাড়ে ৩ ঘন্টার এই অনুষ্ঠানে ৩ দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতি তুলে ধরা হয়৷ ছিল আকর্ষণীয় ডিসপ্লে, আতশবাজীসহ নানা আয়োজন৷
প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলার ১২ বছরের মাথায় বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করল বাংলাদেশ৷ তাছাড়া এটিই আলাদা করে ক্রিকেট বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান৷ উদ্বোধনী ভাষণে আইসিসি'কে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘আমার বিশ্বাস, এই বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে৷''
১৪ দেশের ক্রিকেট ক্যাপ্টেনরা রিক্সায় চড়ে স্টেডিয়ামে প্রবেশ করেন৷ ছিল বাংলাদেশ আর ভারতের শিল্পীদের সুরের মূর্ছনা৷ আর ছিল বাংলাদেশি ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাস৷ এর আগে সকালে ১৪ দেশের ক্রিকেট ক্যাপ্টেনরা মুখোমুখি হন সাংবাদিকদের৷ কথা বলেন বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসানসহ সবাই৷
খেলা শুরু হবে শনিবার থেকে৷ বাংলাদেশে ৬টি গ্রুপ ম্যাচ এবং ২টি কোয়ার্টার ফাইনাল হবে৷ প্রথম খেলা বাংলাদেশ আর ভারতের মধ্যে৷ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ ডয়চে ভেলে জানান এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের কথা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন