ফিরে দেখা: বিশ্বকাপ07.02.2011৭ ফেব্রুয়ারি ২০১১https://p.dw.com/p/10CXXবিজ্ঞাপনসেই ১৯৭৫ সালে শুরু৷ ওয়েস্ট ইন্ডিজ সেবার জিতে নিয়েছিল কাপ৷ এরপর বিশ্বকাপ ক্রিকেটে নানা উত্থান-পতন দেখা গেছে৷ কখনো সেরা অস্ট্রেলিয়া, কখনো ভারত আবার কখনো পাকিস্তানের ঘরে কাপ৷ চলুন নজর দেয়া যাক আগের সেই আয়োজনগুলোর দিকে৷