কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের আশা জার্মানির
২৩ সেপ্টেম্বর ২০১৯ক্যানাডা ও যুক্তরাজ্যের উদ্যোগে ২০১৭ সালে গঠিত ঐ জোটের নাম ‘পাওয়ারিং পাস্ট কোল অ্যালায়েন্স’৷ জার্মানিসহ ৩২টি দেশের সরকার এই জোটের সদস্য৷ এছাড়া বিভিন্ন দেশের ২৫টি অঞ্চল এবং ৩৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংস্থাও এই জোটে নাম লিখিয়েছে৷
জার্মানির পরিবেশমন্ত্রী স্ফেনিয়া শুলৎস রবিবার জোটে যোগ দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘জার্মানির মতো একটি বড় শিল্পোন্নত দেশের কয়লা ও পরমাণু শক্তি থেকে বের হয়ে আসার চেষ্টা এবং নবায়নযোগ্য জ্বালানি দিয়ে দেশের জ্বালানি চাহিদা পূরণের চেষ্টা অন্য দেশগুলোর জন্য এক ধরনের সংকেত৷’’
জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়তে শুক্রবার জার্মান সরকার একটি নতুন প্রস্তাব প্রকাশ করেছে৷ ৫৪ বিলিয়ন ইউরো মূল্যের ঐ প্রস্তাবে ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের তুলনায় ৫৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে৷
২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তির বাস্তবায়ন চাঙ্গা করতে সোমবার নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ প্রায় ৬০ জন বিশ্ব নেতা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)