খাবার কিনুন, নাচ দেখুন
২ মে ২০২০গতমাসের ১৬ তারিখ থেকে অরেগনে বড় সমাবেশ নিষিদ্ধ৷ রেস্তোরাঁ আর বারে বসে খাওয়াও বন্ধ৷ শুধু সঙ্গে নিয়ে যাওয়ার জন্য খাবার বিক্রি করতে পারছে তারা৷ অরেগনের পোর্টল্যান্ড শহরের স্ট্রিপ ক্লাব ‘লাকি ডেভিল লাউঞ্জ' সেটা শুরুও করেছিল৷ কিন্তু একটি স্ট্রিপ ক্লাবের মূল আকর্ষণ হচ্ছে, স্বল্পবসনা নারীদের পোলড্যান্স৷ প্রাপ্তবয়স্ক ক্রেতাদের যৌন উত্তেজনা দিতে শরীর থেকে এক এক করে পোশাক খুলতে থাকেন নাচিয়েরা৷
কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই নাচ দেখার সুযোগ না থাকায় ক্রেতা পাচ্ছিলেন না ক্লাবের মালিক শন বোল্ডেন৷ তাই একদিন তিনি খাবার ডেলিভারি দিতে নাচিয়েদের পাঠানো হবে বলে ঠাট্টা করে একটি টুইট করেছিলেন৷ মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়৷ ‘‘হঠাৎ করেই আমার মাথায় বাতি জ্বলে উঠে, আর আমি বলি, ‘আমার মনে হয় আমাদের এটা করা উচিত’,’’ রয়টার্সকে বলেন তিনি৷
এরপরই সব ব্যবস্থা করে ফেলেন শন বোল্ডেন৷ এখন তাঁর ক্লাব দুটি সেবা চালু করেছে৷ একটি হচ্ছে, খাবার সংগ্রহের সময় পোলড্যান্স দেখার ব্যবস্থা করা৷ গাড়ি নিয়ে খাবার সংগ্রহ করতে আসা ক্রেতাদেরকে এখন একটি বড় তাঁবুর ভেতর গাড়িসহ ঢোকানো হচ্ছে৷ সেখানে গাড়ির দুই পাশে থাকা মঞ্চের উপর পোলড্যান্স চলছে৷ নাচিয়েরা চুমকি দেয়া মাস্ক, জি-স্ট্রিং বিকিনি বটম আর বুট পরে রয়েছেন৷ আর তাদের স্তনের অগ্রভাগ আলতো করে ঢাকা আছে৷
আর যে ক্রেতারা বাড়িতে খাবার চেয়ে পাঠাচ্ছেন, সেগুলো ডেলিভারি দিতে নাচিয়েদের পাঠাচ্ছে ঐ স্ট্রিপ ক্লাব৷ সঙ্গে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে বাউন্সাররাও যাচ্ছেন!
এই দুই সেবার যে-কোনো একটি পেতে ক্রেতাদের ত্রিশ ডলার দিতে হচ্ছে৷ তবে খাবারের দাম যা ছিল, তাই আছে৷
এসব কারণে এখন পোর্টল্যান্ড ছাড়াও পার্শ্ববর্তী শহর থেকেও ক্রেতা পাচ্ছে ঐ ক্লাব৷ তারপরও অবশ্য করোনার আগের সময়ের আয়ের ছয় ভাগের মাত্র একভাগ আয় সম্ভব হচ্ছে বলে জানাচ্ছেন ক্লাবের মালিক বোল্ডেন৷ তবে ক্লাবের বেশিরভাগ কর্মীকে ন্যূনতম মজুরি দেয়া যাচ্ছে বলে জানান তিনি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)