‘‘খালেদা জিয়া সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন’’: সুরঞ্জিত
২০ জানুয়ারি ২০১২রাজধানীসহ সারা দেশে এখন মূল আলোচানার বিষয় শেখ হাসিনা সরকারকে উৎখাতে সামরিক বাহিনীর কতিপয় কর্মকর্তার ব্যর্থ ষড়যন্ত্রের খবর৷ তাই শুক্রবার ঢাকায় সভা সেমিনারেও ঘুরেফিরে এই আলোচনা চলে আসে৷ রাজধানীতে এক সেমিনারে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে একটি মহল সক্রিয়৷ তারা জানে, গণতান্ত্রিকভাবে এই সরকারকে পরাজিত করা যাবেনা৷ তাই তারা এখন নানা ষড়যন্ত্র করছে৷ সেনাবাহিনীর সাম্প্রতিক ঘটনা তারই অংশ৷ তিনি দাবি করেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সেনা বাহিনীকে উস্কানি দিচ্ছেন৷
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সেনা বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা ক্যু-এর ষড়যন্ত্র রুখে দিয়েছে যার প্রশংসার দাবিদার৷ তবে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের আইনানুগভাবে মোকাবেলা করা হবে৷
অন্যদিকে ভিন্ন এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, খালেদা জিয়াকে জড়িয়ে যে ধরণের বক্তব্য দেয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়৷ তার দাবি, বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই সেনাবাহিনী তৈরি করেছেন৷
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোন ষড়যন্ত্র বিশ্বাসী নয়৷ বিএনপি শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী৷ বিএনপি দেশের জন্য সব সময়ই একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী সেনাবাহিনী চায়৷
এই বিষয়ের ওপর শুক্রবার আরো বক্তব্য রেখেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক৷ তারাও অভিযোগ এবং পাল্টা অভিযোগ করে বক্তব্য দিয়েছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক