হাসিনা সরকারকে উৎখাতে ধর্মান্ধ সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্র ব্যর্থ
১৯ জানুয়ারি ২০১২এই ষড়যন্ত্রের সঙ্গে সেনাবাহিনীর অনধিক ১৬ জন কর্মকর্তা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ ঘটনার তদন্তের জন্য সেনা সদর দফতর ইতিমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করেছে৷
বৃহস্পতিবার বিকেলে সেনা সদর দফতরের এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রাজ্জাক জানান, ধর্মান্ধতাকে পুঁজি করে কতিপয় প্রবাসী বাংলাদেশি নাগরিকের ইন্ধনে বর্তমান এবং সাবেক কিছু সেনা কর্মকর্তা ডিসেম্বরে শেখ হাসিনার সরকারকে উৎখাত এবং সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করে৷ তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লে. কর্নেল এহসান ইউসুফ এবং অবসরপ্রাপ্ত মেজর জাকির হোসেনকে আটক করা হয়ছে৷ আর ষড়যন্ত্রকারীদের মূল হোতা সেনাবাহিনীতে কর্মরত মেজর সৈয়দ মো. জিয়াউল হক পালিয়ে গেছেন৷ সেনাবাহিনীর আরো কর্মকর্তাদের এই ষড়যন্ত্রে যুক্ত করতে গেলে তা ফাঁস হয়ে যায়৷
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রাজ্জাক জানান, মেজর সৈয়দ মো. জিয়াউল হক পালিয়ে যাওয়ার পরও ষড়যন্ত্র অব্যাহত থাকে৷ মোবাইল ফোন ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের ষড়যন্ত্র এগিয়ে নেয়৷
এই ষড়যন্ত্রের সঙ্গে কর্মরত ও সাবেক কিছু সেনা কর্মকর্তা ছাড়াও কিছু প্রবাসী বাংলাদেশি নাগরিক জড়িত৷ তারা ধর্মান্ধতাকে ব্যবহার করে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিল৷
সেনা সদর দফতরের সংবাদ সম্মেলে আরো জানান হয়, ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার পর এখন এ বিষয়ে তদন্ত চলছে৷ পলাতক মেজর সৈয়দ মো. জিয়াউল হককে আত্মসমর্পনের নির্দেশ দেয়া হয়েছে৷ তাকে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে সেনা সদর দফতর৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান হয়, ষড়যন্ত্রে অনধিক ১৬ জন সেনা কর্মকর্তা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক