খালেদার সাজা বেড়ে ১০ বছর, সংলাপ বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০১৮চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন বিশেষ আদালত জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়৷ মামলার অন্য ৫ আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ,সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ এবং জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে দেয়া হয়েছিল ১০ বছরের কারাদণ্ড৷ এই মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে আপিল এবং দুদকের পক্ষে সাজা বাড়ানোর জন্য রিভিশন আবেদন করা হয়৷ মঙ্গলাবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ খালেদার আপিল খারিজ করে দুদকের রিভিশন গ্রহণ করে তাঁর সাজার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার রায় দেয়৷ অন্যদের আগের ১০ বছরের কারাদণ্ডই বহাল রেখেছে আদালত৷
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, ‘‘সংবিধান অনুযায়ী কারুর দু'বছরের কারাদণ্ড হলে তারপর ৫ বছর পার না হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হন৷ আপিলে খালেদা জিয়ার শাস্তি বেড়ে ১০ বছর হয়েছে৷এটা নৈতিক স্খলনজনিত অপরাধ৷ তিনি এখন আর নির্বাচন করতে পারবেন না৷''
তিনি বলেন, ‘‘এই মামলায় খালেদা জিয়া প্রধান আসামি৷ অন্য আসামিদের যেহেতু ১০ বছর কারাদণ্ড হয়েছে, তাই হাইকোর্ট খালেদা জিয়ার সাজাও আড়িয়ে ১০ বছর করেছেন৷''
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘আদালত সাজা বাড়িয়ে দিলে আমাদের কী করার আছে৷ আমরা এখন আপিল করব৷ লিভ টু আপিল করলে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন৷''
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘সংলাপ আর এটা আলাদা জিনিস৷ তারপরও সংলাপে খালেদা জিয়ার বিষয়টি উঠবে৷''
এর আগে সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়৷
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সংলাপে বসবে শাসক দল আওয়ামী লীগ৷ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের চিঠি ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেয়া হয়েছে৷ সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ চিঠি পৌঁছানোর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের জানান, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে নেতৃত্ব দেবেন৷ আলোচনা হবে খোলা মনে৷ ঐক্যফ্রন্ট নিশ্চয়ই তাদের সাত দফা নিয়ে আলোচনায় আসবে৷ আমরা কথা বলবো৷ তবে দাবিগুলোর কিছু আছে যা যৌক্তিক৷ কিন্তু সেখানে আমাদের কিছু করার নেই৷ যা করার নির্বাচন কমিশন করবে৷'' তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমরা কোনো চাপের মুখে আলোচনায় বসছি না৷''
এদিকে সংলাপের বিষয়ে খুব দ্রুত পরিস্থিতির পরিবর্তণ হয়৷ ড. কামাল হোসেন সংলাপ নিয়ে শেখ হাসিনাকে চিঠি দেয়ার পর সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত আলেচানায় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরপর রাতে ওবায়দুল কাদের ফোন করে সংলাপের কথা জানান ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরাসের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টুকে৷ আর মঙ্গলবার সকালে দেয়া হলো আনুষ্ঠানিক চিঠি৷
মোস্তফা মোহসিন মন্টু ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা ১৫ সদস্যের একটি টিম সংলাপে অংশ নেবো৷ আজকের (মঙ্গলবার) মধ্যেই এই নাম প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো৷''
তিনি বলেন, ‘‘সংলাপের এই আমন্ত্রণকে আমরা ইতিবাচকভাবে দেখছি৷ আমরাএটাকে অভিনন্দন জানাই৷ আমরা সংলাপে আমাদের সাত দফা দাবি নিয়েই কথা বলবো৷''
ঐক্যফ্রন্টের সাত দফায় যা যা আছে:
১. (ক) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে৷ একই সাথে (খ) সব বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার৷ (গ) নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন মামলা না দেওয়ার নিশ্চয়তা৷ (ঘ) পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার না করা৷ (ঙ) কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের ন্যায্য আন্দোলন এবং সামাজিক ও গণমাধ্যমে মত প্রকাশের অভিযোগে গ্রেফতার ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির নিশ্চয়তা আদায়৷
২. আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণার আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে৷
৩. রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে৷ নির্বাচনকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না৷
৪. আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে৷
৫. নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করা৷
৬. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করা৷ নির্বাচনের একমাস আগে থেকে নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে৷ একইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ও নিয়ন্ত্রণের ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করতে হবে৷
৭. নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ও পরিকল্পনা বাদ দিতে হবে৷ গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর যুগোপযোগী সংশোধন করতে হবে৷
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদে আজম খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘খালেদা জিয়াকে একটার পর একটা মিথ্যা মামলায় শাস্তি দেয়া হচ্ছে৷ এরচেয়ে জঘন্য কাজ আর কিছু হতে পারে না৷ তারপরও আমরা এই সংলাপকে স্বাগত জানাই৷ তবে আমাদের কথা হলো সংলাপ যেন লোক দেখানো না হয়৷ সংলাপ যেন ব্যর্থ না হয়৷ এই সংলাপ যেন কোনো নতুন চতুরতা না হয়৷ সংলাপে খালেদা জিয়ার মুক্তির দাবিই হবে এক নাম্বার বিষয়৷''
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনূ মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই সংলাপ সরকারের একটি কৌশল হতে পারে৷ সরকার এর মাধ্যমে একটা স্কোর করতে চাইছে৷ তাদের যে সাত দফা দাবি তার কোনো সুরাহা হবে বলে আমার মনে হয় না৷ সামনে তফসিল ও নির্বাচনের আগেঐক্যফ্রন্টকে একটা গুড হিউমারে রাখতে চাইছে৷ আর সবাইকে দেখাতেও চাইছে যে, সরকার সবার সঙ্গে কথা বলছে৷''
আর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি এই সংলাপে কোনো আশা দেখি না৷ খালেদা জিয়াকে একটার পর একটা মামলায় সাজা দেয়া হচ্ছে৷ এর প্রতিবাদ হবে৷ তাহলে কি সংলাপের পরিবেশ আছে? যেদিন চিঠি, তার পরের দিন উত্তর৷ যেদিন সংলাপের প্রস্তাব প্রহণ করা হলো সেদিইন খালেদা জিয়ার কারাদণ্ড হলো৷ আমার কাছে বিষয়গুলো প্রশ্নবোধক৷ ঐক্যফ্রন্টের এক নাম্বার দাবি খালেদা জিয়ার মুক্তি৷ এটা কি তাঁরা মেনে নেবেন? কোনো দাবিইতো মানবে বলে মনে হয় না৷ সংলাপ না করার জন্য অনঢ় অবস্থন থেকে হঠাৎ সংলাপে চলে আসা আমার কাছে স্বাভাবিক মনে হয় না৷ আমার তো মনে হয়, এই সংলাপের মাধ্যমে ঐক্যফ্রন্টের সঙ্গে বিএএনপি'র দূরত্ব বাড়বে৷''