খাশগজি হত্যার নির্দেশ প্রিন্স সালমানের: সিআইএ
১৭ নভেম্বর ২০১৮এর ফলে মিত্র সৌদি আরবের সঙ্গে খাশগজি ইস্যুতে তৈরি হওয়া টানাপোড়েন মেটানো আরো জটিল হয়ে পড়বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে৷ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সিআইএ তাদের তদন্তে পাওয়া তথ্য সম্পর্কে কংগ্রেসসহ সরকারের বিভিন্ন পর্যায়ে অবহিত করে৷ সেখানে তারা উল্লেখ করে যে, ইস্তানবুলে সৌদি দূতাবাসে খাশগজিকে যুবরাজের নির্দেশেই হত্যা করা হয়৷
সিআইএ'র তদন্তের বিষয়টি প্রথম প্রকাশ করেছে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট৷ ওয়াশিংটনে সৌদি দূতাবাস সিআইএ'র তদন্তকে প্রত্যাখ্যান করেছে৷
‘‘তদন্তে যা দাবি করা হয়েছে, তা মিথ্যা,'' দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়৷ ‘‘এমন অনেক তত্ত্ব আমরা আগেও শুনেছি এবং শুনে যাচ্ছি, অথচ এসব সন্দেহের বিষয়ে কোনো প্রাথমিক ভিত্তিই খুঁজে পাইনি৷''
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘‘জামাল খাশগজির হত্যার জন্য যারা জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সংকল্পবদ্ধ৷'' পেন্স পাপুয়া নিউগিনি সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন৷ তবে তদন্তের ব্যাপারে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি৷ তবে এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি৷
বরাবরই খাশগজি ইস্যুতে কঠোর ভাব দেখানোর পাশাপাশি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়েও জোর দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র৷
সিআইএ'র তদন্তের বিষয়ে শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কোনো মন্তব্য করেনি৷
জেডএ/এসিবি (রয়টার্স)