সীমান্তে বেড়া!
৩০ মে ২০১৩এ বছরের প্রথম পাঁচ মাসেই দক্ষিণ আফ্রিকা-মোজাম্বিক সীমান্তের ক্রুগার ন্যাশনাল পার্কের ২৪০টি গন্ডার মেরে ফেলেছে শিকারিরা৷ ধারণা করা হয় শিকারিদের প্রায় সবাইই মোজাম্বিকের৷ এই পাঁচ মাসে দক্ষিণ আফ্রিকার মোট কমপক্ষে ৩৫০টি গন্ডারের প্রাণ গিয়েছে অর্থলোভী কিছু মানুষের হাতে৷ গন্ডারের শিং খুব দামি৷ তাই শিকারিরা তৃণভোজী এ প্রাণীদের মেরে মাথা থেকে শিং আলাদা করে বিক্রি করে দেয় এশিয়ায়৷ কালোবাজারে বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা পায়, পেয়ে আবার মেতে ওঠে প্রাণী হত্যার নেশায়৷ এ অবস্থায় সীমান্তে বেষ্টনী বা বেড়া না দিয়ে গন্ডারদের রক্ষা করার আর উপায় দেখছে না দক্ষিণ আফ্রিকার সরকার৷ সে দেশের পরিবেশমন্ত্রী এডনা মোলেওয়া তাই জানিয়ে দিয়েছেন, মোজাম্বিক-দক্ষিণ আফ্রিকা সীমান্তে বিদ্যুতায়িত বেড়া দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা প্রায় নিশ্চিত৷
দু'দেশের সীমান্তে বেষ্টনী যে এখনও নেই তা নয়৷ দু'দেশের মাঝে বন্য প্রাণীদের অভয়ারণ্য গড়তে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকার বেষ্টনী একেবারে তুলেই ফেলা হয়েছিল৷ বাকি প্রায় ৩৬০ কিলোমিটার এলাকার বেষ্টনী খুব তাড়াতাড়ি মেরামত না করলে হয়তো ভেঙেই পড়বে৷ কিছু এলাকায় বেষ্টনী নীচু করে দেয়া হয়েছিল বন্য প্রাণীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে৷ এখন পুরো সীমান্ত এলাকাতেই উঁচু বেষ্টনীর কথা ভাবা হচ্ছে৷ তারের সেই বেষ্টনীতে কেউ স্পর্শ করলেই বিদ্যুতায়িত হবে তাঁর শরীর৷
এসিবি/ডিজি (এএফপি)