গরিবের জন্য খাবারের উদ্যোগেও পুলিশের বাধা
১৯ সেপ্টেম্বর ২০২০ভাইরাসের সংক্রমণ রুখতে একটানা লকডাউন বিশ্বজুড়ে আর্থিক বিপর্যয় ডেকে এনেছে৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷ বহু মানুষ কাজ হারিয়েছে লকডাউনে৷ কাজকর্ম বন্ধ থাকায় উপার্জন হারিয়েছেন অসংখ্য শ্রমিক-কর্মচারী৷ এঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গের বাম ছাত্র-যুবরা যৌথ রান্নাঘরের কর্মসূচি নিয়েছে৷ এই কর্মসূচিতে নিয়মিত একটি জায়গায় রান্না করে তা বণ্টন করা হচ্ছে গরিব, খেটে-খাওয়া মানুষদের মধ্যে৷
এই উদ্যোগে পথ দেখিয়েছে সিপিএমের যাদবপুর এরিয়া কমিটি৷লকডাউন শুরু হওয়ার পরপরই তারা খুলেছে শ্রমজীবী ক্যান্টিন৷ ২ এপ্রিল থেকে হাঁড়ি চড়েছে রান্নাঘরে৷ এখন নিয়মিত কমবেশি ৭০০ মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন দলীয় কর্মীরা৷ ৭০ জনকে দেওয়া হয় বিনামূল্যে৷ বাকিদের কাছ থেকে নেয়া হয় প্যাকেট প্রতি ২০ টাকা৷ রোজ সকালে কয়েকশো মানুষের লাইন পড়ে যায় খাবার সংগ্রহ করতে৷ এই ক্যান্টিনের অন্যতম আয়োজক, সিপিএমের সর্বক্ষণের কর্মী সুদীপ সেনগুপ্ত ডয়চে ভেলেকে বলেন, ‘‘লকডাউন শুরু হওয়ার পর যাদবপুর এলাকার শ্রমজীবী মানুষদের রোজগার হঠাৎ বন্ধ হয়ে যায়৷ তাঁদের হাতের সঞ্চয় খুব দ্রুত ফুরিয়ে গিয়েছিল৷ ওঁদের কথা ভেবেই এই যৌথ রান্নাঘরের পরিকল্পনা৷’’
ক্যান্টিনের খাবারের প্যাকেট থাকে ২০০ গ্রাম চালের ভাত৷ সঙ্গে নিরামিষ তরকারি৷ কখনো বা ডিমের ঝোল৷ আবার অনেক সময় অনুদানের অর্থে মাছ-মাংস, মিষ্টি, কেকও থাকে প্যাকেটে৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাম কর্মীদের উদ্যোগে একই ধাঁচে জনসেবা শুরু হয়েছে৷ কোথাও নাম হয়েছে নাগরিক হেঁশেল, কোথাও বা লালমাটির রান্নাঘর৷ বহু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসছেন অনুদান দিতে৷ সুদীপ বলেন, ‘‘আমরা এতদিন ক্যান্টিন চালাচ্ছি নিজেদের পকেট বা দলীয় তহবিল থেকে কোনো টাকা খরচ না করে৷ সাধারণ মানুষই আমাদের খরচ জোগাচ্ছে৷ এই সংকটে আত্মকেন্দ্রিকতা ছেড়ে সমষ্টিগতভাবে বেঁচে থাকার আনন্দ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷’’
শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে লাল পতাকা হাতে পাড়ায়-পাড়ায় ঘুরছেন সিপিএম কর্মীরা৷ চালাচ্ছেন স্যানিটাইজেশন-এর কাজ৷ সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে অন্য ধরনের জনসংযোগের পরিকল্পনা বামেদের৷ যদিও এর সঙ্গে নির্বাচনকে গুলিয়ে ফেলতে চান না দলীয় বিধায়ক তন্ময় ভট্টাচার্য৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘বামপন্থিরা ভোটের লক্ষ্যে জনসেবা করেন না৷ জ্যোতি বসু ১৯৪৬ সালে রাস্তায় নেমে খিচুড়ি বিলি করেছিলেন৷ তখন জনসমর্থন কতটা ছিল বামেদের? ভোট ৭ শতাংশ থাকলেও যা, ৭০ শতাংশ থাকলেও একই কাজ করব আমরা৷’’
নাগরিক রান্নাঘর চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বাম কর্মীদের৷ কলকাতার অদূরে নিউ ব্যারাকপুরে পুলিশ-প্রশাসন কর্মসূচি ভেস্তে দিয়েছে বলে অভিযোগ করছেন তাঁরা৷ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে খাদ্য বণ্টনের কর্মসূচি কয়েকদিন চালানোর পর বন্ধ করে দিতে হয়৷ সিপিএমের ওয়ার্ড সম্পাদক অভিজিৎ দে ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশ এসে আমাদের কাজে বাধা দেয়৷ বলে, আমরা লকডাউনের নিয়ম ভেঙেছি৷ সেজন্য আমাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে, পুলিশের নির্দেশ অমান্য করা, ফুড লাইসেন্স ছাড়া খাবার বিলি করার অভিযোগে৷ গ্রেপ্তারি এড়াতে জামিন নিয়েছি৷’’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামেদের কাছে আগামী বিধানসভা নির্বাচন অগ্নিপরীক্ষা৷ তাদের ভোটপ্রাপ্তির হার তলানিতে ঠেকেছে গত লোকসভা নির্বাচনে৷ সেই কারণে রাজ্য ও কেন্দ্রীয় নীতির বিরোধিতায় পুরোনো কায়দায় রাজনৈতিক প্রচারের পাশাপাশি সিপিএম এই সঙ্কটকালে একেবারে তৃণমূল স্তরে জনসংযোগের মরিয়া চেষ্টা চালাচ্ছে৷ বামেদের আশা, পুরোহিত ভাতা থেকে দলিত অ্যাকাডেমি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, আলোচনায় রয়েছে রামমন্দির থেকে চিনা আগ্রাসন, তখন এ ধরনের কর্মসূচি মানুষের মনোযোগ কাড়তে পারে৷ তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষ ডয়চে ভেলেকে বলেন, ‘‘কমিউনিস্ট পার্টি মানুষের জন্য কাজ করে, ভোটের জন্য নয়৷ নাগরিকরা আমাদের কাজ দেখছেন, বাকিদের ভূমিকাও দেখছেন৷ তাঁরা সিদ্ধান্ত নেবেন, নির্বাচনে কাকে সমর্থন করবেন৷’’