গরুর কারণে নতুন আইন অস্ট্রিয়ায়
১২ মার্চ ২০১৯সোমবার এক বিবৃতিতে অস্ট্রিয়ার সরকারের পক্ষে জানানো হয় যে, এখন থেকে পর্যটকদের মানতে হবে বিশেষ ‘কোড অফ কনডাক্ট'৷ অস্ট্রিয়ার টিরোল অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হওয়ায় সেখানে প্রায়ই আসেন হাজার হাজার পর্যটক৷ সেখানে খামার ও পশুপাখি অন্যতম আকর্ষণ৷
কিন্তু নতুন আইন বলছে, নিজেদের পোষা পশুদের নিয়ে বেড়াতে গেলে মানতে হবে বিশেষ কিছু নিয়ম৷
আগের মতো, খামারে বেড়ানোর সময় পোষ্যদের লাগাম পরিয়ে রাখা যাবে না৷ এর পাশাপাশি, খামারের মালিকদের বলা হয়েছে শক্ত বেড়া লাগানোর ব্যবস্থা করতে৷
উল্লেখ্য, ২০১৪ সালের ঘটনা যে ব্যক্তির খামারে ঘটে, তাঁকে বিশাল অংকের জরিমানা দিতে হয়েছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, খামারের গরুদের আটকে রাখতে যথেষ্ট উদ্যোগ নেননি তিনি৷
প্রাকৃতিক দুর্ঘটনা?
অস্ট্রিয়ার পর্যটনমন্ত্রী এলিজাবেথ ক্যোস্টিঙ্গার বলেন, ‘‘আমরা খামারগুলিকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রাখতে চাইনা৷ তাই আমরা নতুন আইনের মাধ্যমে পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছি৷''
প্রাকৃতিক নিয়ম মেনেই গরুরা অন্য কোনো প্রাণী থেকে নিজেদের বাছুরকে বাঁচাতে মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে পড়ে৷ এমনই ঘটনার শিকার হন ৪৫ বছরের সেই জার্মান নারী৷
দুর্ঘটনা ঘটার সময় তিনি তাঁর কোমরের সাথে কুকুরের লাগাম বেঁধে রেখেছিলেন৷ ফলে, গরুটি যখন কুকুরকে ধাওয়া করে, তখন গরুর পায়ের তলায় চাপা পড়ে যান তিনি৷
এসএস/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)