1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমা চাইলেন শোয়াইনস্টাইগার!

২৯ জুলাই ২০১৪

বিশ্বকাপ জেতার পর বার্লিনের সংবর্ধনা অনুষ্ঠানে আর্জেন্টিনাকে কটাক্ষ করে নেচে নিজ দেশেই তুমুল সমালোচনার মুখে পড়েছিল জার্মান ফুটবল দল৷ এবার জানা গেল আরেক কাহিনি৷

https://p.dw.com/p/1Ckjz
Bastian Schweinsteiger Pressekonferenz 12.07.2014
ছবি: picture-alliance/dpa

জার্মানির সহ-অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে এবার দেখা গেল বুন্ডেসলিগা দল ডর্টমুন্ডকে গালি দেয়া গান গাওয়া অবস্থায়৷ উল্লেখ্য, বুন্ডেসলিগায় শোয়াইনস্টাইগারের দল বায়ার্ন মিউনিখের শক্ত প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড৷

জার্মান ভাষায় গাওয়া গানের একটি লাইন ছিল এরকম, ‘‘বিভিবি, সানস অফ বিচ৷'' বায়ার্ন সমর্থকদের প্রিয় একটি গানের লাইন এটি৷ আর ডর্টমুন্ড ক্লাবের পুরো নাম বিভিবি ডর্টমুন্ড৷

সপ্তাহান্তে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোয়াইনস্টাইগারকে ওই গান গাইতে দেখা যায়৷ ৫৪ সেকেন্ডের ক্লিপটি বিশ্বকাপ জেতার দুদিন পর মিউনিখে রেকর্ড করা হয় বলে ধারণা করা হচ্ছে৷

অনলাইনে ছড়িয়ে পড়ার পর এটা নিয়ে অনেক আলোচনা হওয়ায় শোয়াইনস্টাইগার ক্ষমা চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘ডর্টমুন্ডের সমর্থক, কোচ ও খেলোয়াড়দের কাছে আমি ক্ষমা চাইছি৷ এটা (বায়ার্ন) সমর্থকদের প্রিয় একটা গান৷ তবে আমি কাউকে আঘাত করতে চাইনি৷''

এর আগে আর্জেন্টিনাকে কটাক্ষ করে নাচার ঘটনাটি জার্মানিতে ব্যাপক সমালোচিত হয়েছিল৷ বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের পেছনে বিশাল মঞ্চে ৫ লাখ সমর্থকের সামনে নেচে-গেয়ে বিশ্বকাপ জয় উদযাপন করার এক পর্যায়ে অদ্ভুত ভঙ্গিমায় কুঁজো হয়ে নেচে বেড়াতে দেখা গিয়েছিল ছয় জার্মান ফুটবলারকে৷ নাচতে নাচতে তাঁরা তখন গাইছিলেন, ‘‘এইভাবে গাউচোরা (আর্জেন্টাইনরা) হাঁটে, গাউচোরা হাঁটে ঠিক এইভাবে৷'' তারপরই লাফিয়ে নাচের ভঙ্গি বদলে ফেলেন তাঁরা৷ সোজা হয়ে নাচতে নাচতে তাঁরা তখন গাইতে থাকেন, ‘‘আর এভাবে জার্মানরা হাঁটে, জার্মানরা হাঁটে ঠিক এইভাবে৷''

এই নাচের সমালোচনা করে জার্মানির এক পত্রিকা লিখেছিল, ‘‘ফুটবলে শুধু যে বোকাই আছে তা নয়, বোকার হদ্দও আছে৷''

আরেক পত্রিকা ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুং লিখেছিল, ‘‘ব্রান্ডেনবুর্গ গেটের কাছে বিজয় উদযাপনের অনুষ্ঠানটা জার্মানদের জন্য যেন এক আত্মঘাতী গোল৷ ফাইনালের প্রতিপক্ষকে ভাঁড়ের মতো কটাক্ষ করে ফুটবলাররা একটি মুক্তমনা, সহনশীল জাতিকেই খাটো করেছে৷''

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য