ক্ষমা চাইলেন শোয়াইনস্টাইগার!
২৯ জুলাই ২০১৪জার্মানির সহ-অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে এবার দেখা গেল বুন্ডেসলিগা দল ডর্টমুন্ডকে গালি দেয়া গান গাওয়া অবস্থায়৷ উল্লেখ্য, বুন্ডেসলিগায় শোয়াইনস্টাইগারের দল বায়ার্ন মিউনিখের শক্ত প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড৷
জার্মান ভাষায় গাওয়া গানের একটি লাইন ছিল এরকম, ‘‘বিভিবি, সানস অফ বিচ৷'' বায়ার্ন সমর্থকদের প্রিয় একটি গানের লাইন এটি৷ আর ডর্টমুন্ড ক্লাবের পুরো নাম বিভিবি ডর্টমুন্ড৷
সপ্তাহান্তে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোয়াইনস্টাইগারকে ওই গান গাইতে দেখা যায়৷ ৫৪ সেকেন্ডের ক্লিপটি বিশ্বকাপ জেতার দুদিন পর মিউনিখে রেকর্ড করা হয় বলে ধারণা করা হচ্ছে৷
অনলাইনে ছড়িয়ে পড়ার পর এটা নিয়ে অনেক আলোচনা হওয়ায় শোয়াইনস্টাইগার ক্ষমা চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘ডর্টমুন্ডের সমর্থক, কোচ ও খেলোয়াড়দের কাছে আমি ক্ষমা চাইছি৷ এটা (বায়ার্ন) সমর্থকদের প্রিয় একটা গান৷ তবে আমি কাউকে আঘাত করতে চাইনি৷''
এর আগে আর্জেন্টিনাকে কটাক্ষ করে নাচার ঘটনাটি জার্মানিতে ব্যাপক সমালোচিত হয়েছিল৷ বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের পেছনে বিশাল মঞ্চে ৫ লাখ সমর্থকের সামনে নেচে-গেয়ে বিশ্বকাপ জয় উদযাপন করার এক পর্যায়ে অদ্ভুত ভঙ্গিমায় কুঁজো হয়ে নেচে বেড়াতে দেখা গিয়েছিল ছয় জার্মান ফুটবলারকে৷ নাচতে নাচতে তাঁরা তখন গাইছিলেন, ‘‘এইভাবে গাউচোরা (আর্জেন্টাইনরা) হাঁটে, গাউচোরা হাঁটে ঠিক এইভাবে৷'' তারপরই লাফিয়ে নাচের ভঙ্গি বদলে ফেলেন তাঁরা৷ সোজা হয়ে নাচতে নাচতে তাঁরা তখন গাইতে থাকেন, ‘‘আর এভাবে জার্মানরা হাঁটে, জার্মানরা হাঁটে ঠিক এইভাবে৷''
এই নাচের সমালোচনা করে জার্মানির এক পত্রিকা লিখেছিল, ‘‘ফুটবলে শুধু যে বোকাই আছে তা নয়, বোকার হদ্দও আছে৷''
আরেক পত্রিকা ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুং লিখেছিল, ‘‘ব্রান্ডেনবুর্গ গেটের কাছে বিজয় উদযাপনের অনুষ্ঠানটা জার্মানদের জন্য যেন এক আত্মঘাতী গোল৷ ফাইনালের প্রতিপক্ষকে ভাঁড়ের মতো কটাক্ষ করে ফুটবলাররা একটি মুক্তমনা, সহনশীল জাতিকেই খাটো করেছে৷''
জেডএইচ/এসিবি (এএফপি)