বুন্ডেসলিগায় টানা সাত জয়
৭ অক্টোবর ২০১২হফেনহাইমের সঙ্গে সেই খেলায় বায়ার্ন ২-০ গোলে জিতেছে৷ দুটো গোলই করেছেন ফরাসি ফ্র্যাংক রিবেরি৷ এর ফলে লিগের প্রথম সাত খেলার সবটিতেই জয় পেয়ে শীর্ষে বায়ার্ন৷
কিন্তু টানা সাত ম্যাচের জয়, বিষয়টা ঐতিহাসিক কারণে একটু আশঙ্কার৷ কেননা এর আগে ২০১০-১১ মৌসুমে মাইনৎস আর ১৯৯৫-৯৬ মৌসুমে বায়ার্ন লিগ শুরু করেছিল টানা সাতটি জয় দিয়ে৷ কিন্তু শেষ পর্যন্ত ঐ দুই মৌসুমেই লিগ শিরোপা জিতেছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷
এবারের লিগে বায়ার্ন আবারও টানা সাত জয় পাওয়ায় নিন্দুকেরা সেই ইতিহাস নিয়ে কথা বলা শুরু করেছেন৷ আর সেসব কথাবার্তার জবাব দিয়েছেন বায়ার্নের বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷ এবার আর ইতিহাসকে ফিরে আসতে না দেয়ার অঙ্গীকার করেছেন তিনি৷
এদিকে রিবেরি বলেন, বায়ার্নকে শুধু তার নিজের খেলার মান ধরে রাখতে হবে৷ তাহলেই হবে৷ কোন ক্লাব কেমন খেলছে সেটা দেখার প্রয়োজন নেই৷ তিনি বলেন, গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের খেলায় বেলারুশের ক্লাব বরিসভের কাছে ৩-১ গোলে হারার পর এই জয়টা দরকার ছিল৷ অখ্যাত এক ক্লাবের সঙ্গে ঐ হার সম্পর্কে রিবেরি বলেন, ফুটবলে এ ধরনের দিন আসতেই পারে৷ তবে বড় কথা হচ্ছে, সেই হারকে ভুলে যত তাড়াতাড়ি সম্ভব জয়ের ধারায় ফিরে যাওয়া৷
শনিবার রাতে বায়ার্ন জয় পেলেও একটা বিষয় খারাপ হয়েছে৷ সেটা হচ্ছে, ফিলিপ লাম আর টমাস ম্যুলারের আহত হওয়া৷ ব্যাপারটা জার্মান জাতীয় দলের জন্য দু:সংবাদ৷ কেননা এই দুজনই জাতীয় দলে খেলে থাকেন৷ আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে জার্মানির খেলা রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, ডাবলিনে৷ আর তার চারদিন পর জার্মানির খেলা সুইডেনের সঙ্গে, বার্লিনে৷
জেডএইচ / এএইচ (এএফপি)