গালিগালাজের কাহিনি শোনালেন সাদিক খান
২১ মার্চ ২০১৮একটির পর একটি টুইট, একটির পর একটি গালাগালি৷
‘‘পায়রার মতো দেখতে৷’’
‘‘হোসে মুরিনিও-র স্টান্ট ডাবল৷’’
‘‘লন্ডনের মেয়রকে মেরে ফেলো, তাহলে একটি মুসলিম সন্ত্রাসী কমবে৷’’
‘‘মুসলিমদের গুলি করা অথবা ফাঁসি দেওয়া উচিত৷’’
‘‘সব মুসলিমকে বহিষ্কার করো৷’’
‘‘মুসলিমদের কোনো মর্যাদা নেই৷ আমি চাই যে, বাকিদের মতো সাদিক খানও নিজেকে বোমা মেরে উড়িয়ে দেবেন৷’’ এ’টি আবার পোস্ট করেছেন এক অজ্ঞাতনামা৷ <iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsadiqforlondon%2Fvideos%2F619480235064804%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
ভিডিও-র শেষে সাদিক খান বলছেন, ‘‘আমি শুধু ভুক্তভোগী হিসেবে পরিচিত হবার জন্য (এই টুইটগুলি) পড়ে শোনাচ্ছি না, বরং সংখ্যালঘু পটভূমির কমবয়সি ছেলেমেয়েরা যে তাদের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে এ ধরনের জিনিস দেখে অথবা নিজেরাই অভিজ্ঞতা করে, সে বিষয়ে আমি উদ্বিগ্ন৷’’
তাঁর আরেকটি চিন্তা হলো, অনলাইন হেট স্পিচ সংখ্যালঘু পটভূমির তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ করে তুলছে৷
হেট স্পিচ ছাড়া ফেক নিউজ ও চরমপন্থি অপপ্রচার বৃদ্ধির কথাও বলেন সাদিক খান৷ তাঁর মতে, সোশ্যাল মিডিয়া কোম্পানি, সরকার, রাজনীতিকসহ সকলকেই এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে৷
#এন্ডদ্যহেট হ্যাশট্যাগের সমর্থক সাদিক খান তাঁর ভিডিও সমাপ্ত করেন এই আবেদনটুকু রেখে, ‘‘চলুন আমরা সকলে মিলে বিদ্বেষের অন্ত ঘটানোর জন্য কাজ করি৷’’
এসি/এসিবি