1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি যখন মিউজিক ক্লাব

২৭ ফেব্রুয়ারি ২০২১

করোনার কারণে আর কতদিন সংগীতসুধা থেকে বঞ্চিত হবে মানুষ? জার্মানির মিলিয়ার্ডেন ব্যান্ড এবার শ্রোতাদের কাছেই হাজির হচ্ছে ভ্যান নিয়ে৷ তাদের সেই ভ্যানই এখন মিউজিক ক্লাব৷

https://p.dw.com/p/3q0Av
Deutschland Van-Konzert von der Band Milliarden in Berlin
ছবি: Hannibal Hanschke/REUTERS

এ মাসে নিজেদের তৃতীয় স্টুডিয়ো অ্যালবাম প্রকাশ করেছে মিলিয়ার্ডেন (www.milliardenmusik.de)৷ জার্মান শব্দ মিলিয়ার্ডেনের অর্থ বিলিয়ন৷ তাদের নতুন অ্যালবামের নাম ‘শুলডিগ’ বা অপরাধী৷

তা লকডাউনের মধ্যে নতুন অ্যালবামের গান শোনাতে এক সঙ্গে হাজারো শ্রোতার সামনে হাজির হতে চাইলে সত্যিই অপরাধই করা হতো৷ তেমন আয়োজনের অনুমতিই তো নেই!

তাই বলে বসে থাকেনি মিলিয়ার্ডেন৷ ভ্যানকে রঙিন আলো, প্লাস্টিকের গোলাপ আর নানা ধরনের পোস্টার দিয়ে সাজিয়ে নেমে পড়েছে রাস্তায়৷ বিশেষ করে ছোট ছোট শহর বা গ্রামে যারা আগে কোনোদিন ঘরের কাছে কনসার্ট উপভোগের সুযোগ পাননি, ভ্যান চলে যাচ্ছে তাদের কাছে৷

মিলিয়ার্ডেন ব্যান্ডের সদস্য বেন হার্টমানের মতে, প্রতিটি শিল্পীর, প্রতিটি ব্যান্ডেরই শ্রোতাদের প্রতি কিছু ঋণ থাকে, মিলিয়ার্ডেনেরও আছে৷ তিনি জানান, করোনা সংকটের কারণে দীর্ঘদিন ধরে কনসার্ট দেখতে না পারা শ্রোতাদের সেই ঋণই কিছুটা শোধ করার চেষ্টা করছে মিলিয়ার্ডেন৷

এসিবি/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান