বিবারের কারণে পর্যটকের ঢল
২৩ মে ২০১৯ফিয়াথরোরগ্লিয়ুভার ক্যানিয়ন নামের ঐ এলাকায় বিবারের ‘আই উইল শো ইউ’ গানের মিউজিক ভিডিও ধারণ করা হয়৷ ২০১৫ সালের নভেম্বরে ইউটিউবে আপলোড হওয়া ভিডিওটি এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৪ কোটি বার দেখা হয়েছে৷
তরুণদের মধ্যে অসম্ভব জনপ্রিয় এই তারকার ফ্যানদের কাছে ফিয়াথরোরগ্লিয়ুভার ক্যানিয়ন এখন অবশ্যই দর্শনীয় স্থানের একটি হয়ে উঠেছে৷ এলাকাটি যখন পর্যটকদের জন্য বন্ধ থাকে, তখন কোনো ফ্যান সেখানে গেলে ঘুসের বিনিময়ে হলেও স্থানটি দেখতে চান বলে জানিয়েছেন ঐ এলাকার রেঞ্জার হানা ইয়োহানসডটির৷ তিনি বলেন, বেশিরভাগ পর্যটকই তাঁকে ঘুস হিসেবে তাঁদের নিজেদের দেশের খাবার অফার করে থাকেন৷ সম্প্রতি নাকি তাঁকে বিনামূল্যে দুবাই সফরের অফারও দেয়া হয়েছিল!
এমনিতেই অবশ্য আইসল্যান্ড পর্যটকদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত হয়ে উঠছে৷ গতবছর প্রায় ২৩ লক্ষ পর্যটক দেশটিতে গেছেন৷ আট বছর আগে সংখ্যাটি ছিল মাত্র ছয় লক্ষ৷
এদিকে, এত পর্যটকের কারণে ফিয়াথরোরগ্লিয়ুভার ক্যানিয়ন এলাকার পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ৷ এর জন্য জাস্টিন বিবারকেও দায়ী করতে ছাড়ছেন না অনেকে৷ তবে পরিবেশমন্ত্রী গুডমুন্ডুর ইঙ্গি গুডব্রানসন বলেন, ‘‘পুরো বিষয়টার জন্য জাস্টিন বিবারকে দায়ী করা একেবারে সরলীকরণ হয়ে যাবে৷’’ সেই সঙ্গে তিনি বিখ্যাত ও প্রভাবশালী তারকাদের তাঁদের কার্যক্রমের প্রভাবের বিষয়টিও মাথায় রাখার অনুরোধ জানিয়েছেন৷
জেডএইচ/এসিবি (এপি)
২০১৭ সালের ছবিঘরটি দেখুন...