1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলাম আজম, বেঁচে থাকুন...

আশীষ চক্রবর্ত্তী২ অক্টোবর ২০১৪

সুন্দর সকাল৷ ঘুম ভাঙল টেলিফোনে৷ বন্ধু বলছে, ‘কাল রাতেও তোমার সঙ্গে কথা হলো৷ আজ শুনছি, তুমি নাকি মারা গেছো৷ বিশ্বাস হয়নি৷ তাই ফোন করলাম৷' পল ম্যাককার্টনি হাসবেন না কাঁদবেন! মারা গেছেন, সেটা নিজেরই জানা হলোনা!

https://p.dw.com/p/1DOp5
Bangladesch Ghulam Azam Urteil 15.07.2013
গোলাম আজম (ফাইল ফটো)ছবি: Nashirul Islam/AFP/Getty Images

কিছু গুজব এমনই হয়৷ শুনে নিজের কাছে নিজেকেই কেমন বোকা বোকা লাগে৷ ম্যাককার্টনি অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন৷ ব্রিটিশ রকস্টার পুরোদস্তুর গানের মানুষ হলে কী হবে, ‘ফান' ভালোই বোঝেন৷ নিজের মৃত্যু সংবাদ শুনেও দিব্যি হাসিমুখে বলেছিলেন, ‘‘আমার মৃত্যু নিয়ে যে খবর শোনা গেছে তাতে কিঞ্চিত বাড়াবাড়ি আছে৷'' ম্যাককার্টনি এখন ৭২ বছরের তরুণ৷ কনসার্টও করছেন৷ মৃত্যুর খবরে বাড়াবাড়ি কতটুকু, বুঝুন তাহলে!

গুজবের দেশ বাংলাদেশ৷ যে কোনো ঘটনার সঙ্গে লেজ হয়ে আসে গুজব৷ কখনো কখনো লেজই হয়ে যায় বড়৷ বড় হয়ে ছড়াতে থাকে৷ আসলে ছড়ানো হয়৷ ইন্টারনেটের যুগ৷ গুজব ছড়াতে পা দুটো না নাড়ালে, মুখটা না খুললেও চলে৷ ফেসবুক, টুইটার... কত কী আছে! ঘরে বসেই যা ইচ্ছে লিখে দিলেই হলো৷ বিশ্বাস করার কিছু মানুষতো আছেই৷ চিরকাল ছিল৷ চিলে কান নিয়ে গেল শুনে কোনোকালে সত্যি সত্যিই কেউ চিলের পেছনে ছুটেছে কিনা, জানা নেই৷ কিন্তু এ কালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে শুনে শত শত মানুষ গভীর রাতে মিছিলে যোগ দিতে ঘর ছাড়ে – তা তো আমরা জানি!

Ghulam Azam sent to jail
জামায়াতের সাবেক আমির, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত গোলাম আজমছবি: Harun Ur Rashid Swapan

বাংলাদেশে কী নিয়ে গুজব হয়নি? গুজবে পেঁয়াজের দাম বেড়েছে৷ পেঁয়াজ,লবনের দাম বাড়বে শুনে বাজারে হুমড়ি খেয়ে কতবার পকেট খালি করলো মানুষ৷ পোলিও টিকা দিলে শিশু মারা যায় – এমন কথা শুনে মা-বাবা সন্তানকে নিয়ে ঘরে বসে আছেন এমনও দেখেছি৷ গুজববাজদের দাপট অবশ্য বিশ্বজুড়ে৷ কারণ, এই ইন্টারনেট৷ নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক তাই বলেছিলেন, ‘‘প্রিয় ইন্টারনেট, গুজব রটানোয় তোমার জুড়ি নেই৷ সত্য গুজবের চেয়ে অনেক দামি৷ তবে সত্য আসে দেরিতে৷''

বাংলাদেশে জামায়াত আর গুজবের সম্পর্কটা বেশ মাখোমাখো৷ দলটির নাম কোনো-না- কোনোভাবে গুজবের লেজ ধরে আসবেই৷ দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায় হলো৷ আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করে যুদ্ধাপরাধী সাঈদীকে ফাঁসি না নিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে এমন কথা সঙ্গে সঙ্গে চাউড়৷ এটা গুজব, নাকি সত্যি – এ নিয়ে বিতর্ক হতে পারে, হচ্ছেও৷ তবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে এ বিষয়ে প্রশ্ন করা মাত্রই বলে দিলেন, ‘‘জামায়াত আমাদের সাথে কী ভাবে কথা বলবে? এটা ওরা (জামায়াত) ছড়াচ্ছে৷''

মজার ব্যাপার হলো, জীবনে প্রকাশ্যে কোনোদিন একটা গান না গেয়েও জামায়াতের সাবেক আমীর, যুদ্ধাপরাধের কারণে সাজাপ্রাপ্ত গোলাম আজম একটা জায়গায় পল ম্যাককার্টনির সঙ্গে মিলে গেছেন৷ বয়স বেশি বলে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে, ৯০ বছর কারাভোগের দণ্ড দিয়েছে আদালত৷ সেদিন হঠাৎ খবর এলো, গোলাম আযম মারা গেছেন৷ এ গুজব অবশ্য সুনীল আকাশে ডানা মেলার সময় পায়নি৷ কয়েকটি সংবাদপত্র চট করে জানিয়ে দেয়, গোলাম আযম বেঁচে আছেন৷ এখন তিনি সিসিইউতে

DW Bengali Redaktion
ব্লগটির লেখক: আশীষ চক্রবর্ত্তীছবি: DW/P. Henriksen

বর্তমান সরকারের জন্য বিরোধী দল, বিশেষ করে সংসদে যেসব বিরোধী দল আছে, তাদের চেয়ে গুজবই বেশি শক্ত প্রতিপক্ষ৷ একটা গেলে আরেকটা আসে৷ গ্রুপ পর্ব, প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল হয়ে ফাইনালে কে যাবে, কে শেষ পর্যন্ত জিতবে, কেউ জানেনা৷

গুজব নিয়ে ভেনাস উইলিয়ামসের একটা উক্তি আছে৷ ভেনাস টেনিস তারকা, দার্শনিক নন৷ তবু তাঁর কথাটা মনে রাখার মতো৷ খুব সরল-সহজ কথা৷ ভেনাস একবার বলেছিলেন, ‘‘কিছু হলে বা না হলেও সবাই যার যার মতো কথা বলতে শুরু করে৷ এভাবেই গুজব ছড়ায়৷''

বেঁচে থাকুন পল ম্যাকার্টনি৷ যুদ্ধপরাধের দায় নিয়ে গোলাম আজমও বেঁচে থাকুন!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য