1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যালাপাগোসে ভেঙে পড়লো ‘ডারউইন তোরণ’

২০ মে ২০২১

প্রশান্ত মহাসাগরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ডারউইন তোরণ ভেঙে পড়তে দেখেছেন কয়েকজন পর্যটক৷ পাথরের তৈরি এই অনন্য ডিজাইনের প্রাকৃতিক স্থাপনাটির নাম ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে দেয়া হয়েছিল৷

https://p.dw.com/p/3tf6q
প্রশান্ত মহাসাগরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ডারউইন তোরণ ভেঙে পড়তে দেখেছেন কয়েকজন পর্যটক৷ পাথরের তৈরি এই অনন্য ডিজাইনের প্রাকৃতিক স্থাপনাটির নাম ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে দেয়া হয়েছিল৷
এই প্রাকৃতিক স্থাপনার এখন কেবল দুই পাশে দুটি থাম অবশিষ্ট রয়েছে৷ছবি: Franco Banfi/Nature Picture Library/imago images

ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে প্রাকৃতিক উপায়ে ক্ষয় হওয়ার কারণেই এই পাথরের গঠনটি ভেঙে পড়েছে৷ অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরের দ্বীপটির কাছে অবস্থিত এই প্রাকৃতিক স্থাপনার এখন কেবল দুই পাশে দুটি থাম অবশিষ্ট রয়েছে৷ দ্বীপটি দক্ষিণ অ্যামেরিকা মহাদেশ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত৷

এই স্থাপনাটির কাছে পর্যটকরা সামুদ্রিক কচ্ছপ, হাঙ্গর, মন্টা রে এবং ডলফিন দেখার জন্য সমুদ্রের নীচে ডাইভ করেন৷ ডাইভিং ওয়েবসাইট স্কুবা ডাইভার লাইফ জানিয়েছে, তাদের একটি নৌকায় থাকা ডাইভাররা সোমবার মধ্য দুপুরের দিকে স্থাপনাটির একটি অংশ ভেঙে পড়তে দেখেন৷ তবে কোনো ডাইভার এ ঘটনায় আহত হননি৷

ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন ১৮৩৫ সালে এই দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন৷ সেখানে তিনি এমন সব প্রজাতির প্রাণীর দেখা পান যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না৷ গ্যালাপাগোসের প্রাণিজগত নিয়ে গবেষণার পর ডারউইন তার বিখ্যাত ‘প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব’ প্রকাশ করেন৷

১৯৭৮ সালে এলাকাটিকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে ইউনেস্কো৷ ২৩৪টি ছোট-বড় দ্বীপ মিলিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত৷ এইসব দ্বীপের কেবল চারটিতে ৩০ হাজারের কাছাকাছি মানুষের বাস রয়েছে৷ দ্বীপপুঞ্জের পাশে তিন মহাসাগরের মিলনস্থলের জীববৈচিত্র্যকে ‘জীবন্ত জাদুঘর ও বিবর্তনের প্রদর্শনী' আখ্যা দেয়া হয়েছে ইউনেস্কোর ওয়েবসাইটে৷

এডিকে/এসিবি (এএফপি, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান