1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩০ কোটি বছর আগের সরীসৃপের জীবাশ্মে বাৎসল্যপ্রেম

২৪ ডিসেম্বর ২০১৯

৩০ কোটি বছর আগের সরীসৃপের জীবাশ্ম পরীক্ষা করে বাৎসল্যপ্রেমের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। প্রাণিবিজ্ঞানের গবেষণায় যা যুগান্তকারী বলেই দাবি গবেষকদের।

https://p.dw.com/p/3VI08
ছবি: Gemeinfrei

বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে একুশ শতকে আলোচনা বিস্তর। সন্তানের প্রতি বাবা মায়ের ভালবাসা এবং বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য-- এ সব নিয়ে নানা কথা বলেন বিশেষজ্ঞেরা। কিন্তু ৩০ কোটি বছর আগে কেমন ছিল সেই সম্পর্ক? সম্প্রতি নেচার জার্নালের এক গবেষণামূলক প্রবন্ধ সে বিষয়ে আলোকপাত করেছে। দেখা গিয়েছে কোটি কোটি বছর আগেও সরীসৃপরা কী ভাবে ভালবাসা আর সহমর্মিতায় সন্তান পালন করত।

Albino-Eidechsen
ছবি: AFP/I. Ahmed

সম্প্রতি কানাডার নোভা স্কোটিয়া অঞ্চল থেকে বেশ কিছু সরীসৃপের জীবাশ্ম উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। তাদের পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ৩০ কোটি বছর আগেও বাৎসল্য প্রেমের বিষয়টি কাজ করত প্রাণীদের মধ্যে। পরিবার, সন্তানপালনের মতো বিষয়গুলির স্পষ্ট ইঙ্গিত মিলেছে সরীসৃপদের জীবাশ্ম পরীক্ষা করে। বিজ্ঞানীদের দাবি, এত বছর আগের সরীসৃপদের মধ্যে এ ধরনের বিষয় এই প্রথম জানা গেল।

ডাইনোসরের পদচিহ্ন!

কিছু দিন আগেই উড়ন্ত ডাইনোসরের পালকের জীবাশ্ম থেকে উকুন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। সে বিষয়েও একটি প্রবন্ধ ছাপা হয়েছিল নেচার পত্রিকায়। বিজ্ঞানীরা বলছেন, কানাডা এবং স্ক্যান়েনেভিয়া থেকে বহু কোটি বছর আগের বেশ কিছু জীবাশ্ম উদ্ধার করা গিয়েছে। সেগুলি পরীক্ষা করে একেবারে নতুন নতুন তথ্যের সন্ধান মিলছে। যা প্রাণী বিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত খুলে দিচ্ছে। বদলাচ্ছে বিবর্তনের প্রচলিত ধারণাও।

বেন নাইট/এসজি/জিএইচ (ডিডব্লিউ)