1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসন্তুষ্ট ইউরোগ্রুপের মন্ত্রীরা

২৯ জানুয়ারি ২০১৪

সোমবার ইউরোগ্রুপের এক বৈঠকে অর্থমন্ত্রীরা গ্রিসের সংস্কার বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ বেইলআউট প্যাকেজের পরবর্তী কিস্তির অর্থ পেতে গ্রিসকে আলোচনা শুরুর তাগিদ দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/1AyTX
Deutschland Wirtschaft EZB Euro Europäische Zentralbank in Frankfurt
ছবি: Reuters

ঋণদাতা তিন সংস্থা –আইএমএফ, ইসিবি ও ইউরোপীয় কমিশন – এর কর্মকর্তারা ইউরোগ্রুপের মন্ত্রীদের জানিয়েছেন, বেইলআউটের অর্থ পেতে গ্রিসের যেসব সংস্কার বাস্তবায়ন করার কথা, সেটা ধীর হয়ে গেছে৷ এ লক্ষ্যে আলোচনাও অনেকদিন ধরে থেমে আছে৷ এই বক্তব্য শোনার পর ইউরোগ্রুপের অর্থমন্ত্রীরা গ্রিসকে ত্রয়িকার সঙ্গে তাড়াতাড়ি আলোচনা শুরুর পরামর্শ দেয়া হয়েছে৷ আগামী মে মাসে গ্রিসের ২৪০ বিলিয়ন ইউরো জরুরি ঋণ পাওয়ার কথা রয়েছে৷

কয়েক বছর আগে শুরু হওয়া আর্থিক মন্দার কবলে পড়ে গ্রিস ইউরোপীয় ইউনিয়নের বেইলআউট সহায়তা নিচ্ছে৷ আর সেটা পেতে দেশটিতে ব্যাপকহারে বেতন ও পেনশন কমানো সহ কর বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে৷

পুঁজিবাজারের হালচাল

সপ্তাহের শুরুতে দুটো কারণে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা কিছুটা খারাপ ছিল৷ এর মধ্যে একটা কারণ হলো, মার্কিন ফেডারেল রিজার্ভ স্টিমুলাস প্যাকেজের অর্থ আরও কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ মার্কিন অর্থনীতির অবস্থা ভালো হতে থাকায় গত মাসেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল ফেড৷ এছাড়া আর্জেন্টিনা, তুরস্ক ও রাশিয়ার মতো দেশগুলোর মুদ্রার অবনমনও, ইউরোপের পুঁজিবাজারের খারাপ অবস্থার একটা কারণ ছিল৷ ‘ইজি মানি পলিসি'-তে ধীরে ধীরে পরিবর্তন আসার কারণে বিনিয়োগকারীরা উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো থেকে অর্থ উঠিয়ে নিচ্ছেন৷ ফলে সেসব দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে৷

ইউরোগ্রুপের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে৷ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক দুরবস্থা ইউরোজোনের ওপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা, সে ব্যাপারে আলোচনা করেছেন অর্থমন্ত্রীরা৷ তাঁরা মূলত গত সপ্তাহে আর্জেন্টিনার মুদ্রা পেসো-র ব্যাপক অবনমন নিয়ে কথাবার্তা বলেন৷ মন্ত্রীরা উন্নয়নশীল অর্থনীতির অবস্থা নিয়ে চিন্তিত হলেও, সেটা ইউরোজোনকে আক্রান্ত করতে পারবে না, বলেই মনে করছেন৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি)