1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরেই চলছে খেলাধুলা

২৩ মার্চ ২০২০

করোনার আতঙ্কে সবাই এখন ঘরবন্দি৷ খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া বারণ৷ এ অবস্থায় ঘরে ঘরে চলছে ভার্চুয়াল খেলা৷

https://p.dw.com/p/3ZuZo
ছবি: picture-alliance/augenklick/F. Simons

করোনার কারণে চার দেয়ালে বন্দি ক্রীড়ামোদীদের জন্য এসে গেছে নানা ধরনের ভার্চুয়াল খেলা৷ অবসর বিনোদনের এই সুযোগ লুফে নিয়েছেন অনেকেই৷

ফুটবলের সব আসর আপাতত বন্ধ৷ তাই স্পেনের প্রথম বিভাগের ক্লাবগুলোর মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া টিমের বিশেষ উদ্যোগে চালু হয়েছে ফিফা টোয়েন্টি নামের নতুন ভিডিও গেম৷ স্পেনের ক্লাব পর্যায়ের সব খেলোয়াড়ই থাকছেন এই ভার্চুয়াল খেলায়৷ স্পেনের সুপরিচিত ধারাভাষ্যকারদের ধারাভাষ্য সঙ্গে থাকায় উপভোগ্য হয়ে উঠেছে এই গেম৷

ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব লিডস ইউনাইটেড এবং চতুর্থ বিভাগের লেটন ওরিয়েন্ট-ও একই নামে নিয়ে এসেছে আলাদা দুটি গেম৷

ফর্মুলা ওয়ান-ও এখন বন্ধ৷ তাই বলে ঘরে বসে রেসিং কারের ছুটে চলা দেখতে অসুবিধা কোথায়? যে যে দিনে বিশ্বের সেরা ড্রাইভারদের ঝড় তোলার কথা, ঠিক সেই দিনগুলোতেই নিতে পারেন ফর্মুলা ওয়ানের রোমাঞ্চকর উত্তেজনার স্বাদ৷ ভিডিও গেমে আপনার আঙুলের নড়াচড়া আর ইচ্ছার নির্দেশ মেনে গাড়ি চালাবেন তারকা ড্রাইভাররা৷

এভাবে জনপ্রিয় অন্যান্য খেলারও মজা নেয়া যাচ্ছে ঘরে বসে৷ দরকার শুধু খেলাধুলার প্রতি ভালোবাসা৷ প্রযুক্তি তো আপনার জন্য তৈরি আছেই৷

ভার্চুয়াল গেম যাদের ভালো লাগছে না, তারা ফুটবল, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, গলফ বা অন্য কোনো পছন্দের খেলার ক্লাসিক ম্যাচগুলো দেখে নিতে পারছেন ইউটিউবে৷ সব মিলিয়ে সময়টা কিন্তু খুব মন্দ কাটছে না৷

জনাথান হার্ডিং/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান