ঘুস গ্রহণের অভিযোগ অস্বীকার করল জ্যামাইকা
৩ জুন ২০১১জ্যামাইকা ফুটবল ফেডারেশন - জেএফএফ এর প্রেসিডেন্ট হোরেস বারেল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানালেন, জ্যামাইকাকে আদৌ কোন ঘুস দেওয়ার প্রস্তাব করা হয়নি৷ ১০ ও ১১ মে ত্রিনিদাদ এবং টোবাগোয় অনুষ্ঠিত ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের বৈঠকসমূহের উল্লেখ করে তিনি বলেন, ‘‘বিন হাম্মামকে ভোট দেওয়ার জন্য কোন উৎকোচ গ্রহণ তো দূরের কথা, বৈঠকের আগে, বৈঠক চলাকালে কিংবা পরেও আমার কাছে কোন ঘুসের প্রস্তাবই করা হয়নি৷''
অবশ্য ইতিমধ্যে পুয়ের্টো রিকো ফুটবল ফেডারেশন ফিফার কাছে স্বীকার করেছে যে, তারা উৎকোচ নিয়েছে এবং তা ফেরত দিতেও তারা প্রস্তুত৷ তবে বাহামা ফুটবল ফেডারেশনের বক্তব্য, তাদেরকেও ঘুসের প্রস্তাব দেওয়া হয়েছিল তবে তারা তা গ্রহণ করেনি৷ বিন হাম্মামকে ভোট দেওয়ার জন্য ঘুস লেনদেনের অভিযোগ ওঠার পর জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে জ্যামাইকা প্রিমিয়ার লিগ ক্লাবস অ্যাসোসিয়েশন এর প্রধান এডওয়ার্ড সেগা এ বিষয়ে স্বচ্ছতার আহ্বান জানান৷ এর প্রেক্ষিতেই জ্যামাইকার পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দিয়ে ঘুস লেনদেনের কথা অস্বীকার করা হলো৷
এদিকে, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ‘স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পানিতে ফিফার জাহাজ' চালানোর প্রত্যয় ব্যক্ত করেন সেপ ব্লাটার৷ সেই লক্ষ্যে, ফুটবল ভক্ত ও ভিয়েতনাম যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে ফিফার এথিক্স কমিটির উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা ভাবছেন ব্লাটার৷ প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরার্ড ফোর্ডের আমলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী কিসিঞ্জার অবশ্য এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ পাননি৷ তবে সেপ ব্লাটারের কাছ থেকে এ ব্যাপারে প্রাথমিক পত্র পেয়েছেন বলে জানিয়েছেন কিসিঞ্জারের দপ্তরের মুখপাত্র জেসি লিপোরিন৷
প্রসঙ্গত, ২০১৮ কিংবা ২০২২ সালে অ্যামেরিকার মাটিতে বিশ্বকাপ ফুটবলের আসর আয়োজনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন ৮৮ বছর বয়সি কিসিঞ্জার৷ তবে এই দফা সাফল্য না পেলেও ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ নিয়ে যাওয়ার পেছনে মূল কৃতিত্ব ছিল এই মার্কিন কূটনীতিকের৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আরাফাতুল ইসলাম