চরম ইসলামপন্থিদের হামলায় নিহত শিক্ষক ‘শহিদ’
২১ অক্টোবর ২০২০প্যারিসের উপকণ্ঠ দ্রান্সির এক মসজিদের ইমাম হাসেন চালগুমি বলেন, ইতিহাস শিক্ষক স্যামুয়েল প্যাটি মত প্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে শহিদ হয়েছেন৷ যে স্কুলে ইতিহাসের ওই শিক্ষককে চেচেন বংশোদ্ভূত ১৮ বছর বয়সি এক সন্দেহভাজন হত্যা করে, সোমবার সেখানে ফুল দিয়ে নিহত শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান তিনি৷ এ সময় ফ্রান্সে চরম ইসলামপন্থিদের সম্পর্কে সবাইকে সতর্ক করে সকল বাবা-মায়ের প্রতি সন্তানদের মনে ফ্রান্স সম্পর্কে ঘৃণার বীজ যাতে বপন করা না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি৷
সাংবাদিকদের ইমাম হাসেন চালগুমি বলেন, ফ্রান্সে বসবাসরত মুসলমানদের ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা ইসলামি চরমপন্থির বিষয়ে সজাগ হওয়ার এখনই সময়৷ তিনি মনে করেন, ‘‘তিনি (নিহত শিক্ষক) মত প্রকাশের স্বাধীনতার শহিদ এবং এমন এক জ্ঞানী ব্যক্তি যিনি সহিষ্ণুতা, সভ্যতা এবং অন্যকে সম্মান করতে শেখাতেন৷’’
ফ্রান্সের ইমাম সম্মেলনের সভাপতি হিসেবে হাসেন চালগুমি নিয়মিতই পরস্পরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার পক্ষে কথা বলেন৷ শিক্ষককে জবাই করে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইমাম সমাজ, বাবা-মা, সুধি সমাজ সবাই জেগে উঠুন, কারণ, আপনার ভবিষ্যত এখন হুমকির মুখে৷
ফ্রান্সে ইসলামি চরমপন্থিরা খুব সংগঠিত এবং দেশের প্রচলিত আইনকে ব্যবহার করে কতদূর যাওয়া সম্ভব তা তারা জানে- এ কথা উল্লেখ করে ফ্রান্সের আলোচিত এই ইমাম বলেন, ‘‘ভিন্নমতের কারণে কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করতে হবে৷ ফ্রান্সে সবার অধিকার আছে৷ এই প্রজাতন্ত্রে যা যা ভালো আছে সেসব সম্পর্কে সন্তানদের জানানো উচিত বাবা-মায়েদের৷’’
২০১০ সালে ফ্রান্সে মুসলিম নারীদের হিজাব পরা নিয়ে বিতর্ক চলার সময় হত্যার হুমকি দেয়ায় বিশেষ নিরাপত্তা নিতে হয়েছিল তাকে৷
এসিবি/কেএম (রয়টার্স)
২০১৮ সালের নভেম্বরের ছবিঘরটি দেখুন...