চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার!
৩১ অক্টোবর ২০১৭২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে আবহাওয়াজনিক দুর্যোগ ৪৬ শতাংশ বেড়েছে৷ এছাড়া গত বছর রেকর্ড ৭৯৭টি দুর্যোগের ঘটনা ঘটে৷ মঙ্গলবার ল্যান্সেট মেডিকেল জার্নালের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়৷
১২৯ বিলিয়ন ডলার ক্ষতির এই পরিমাণ সামগ্রিকভাবে কোনো কোনো দেশের বাজেটের প্রায় সমান৷ যেমন, ফিনল্যান্ড৷ ক্ষতির হিসাব করতে গেলে সাধারণত চরম কোনো ঘটনায় আহত বা নিহতের সংখ্যা নিরুপণ করা হয়৷ অথচ কখনোই ‘অর্থনৈতিক মূল্য' অন্তর্ভুক্ত করা হয় না৷
প্রতিবেদনটির গবেষক বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের প্রভাব যে দিন দিন বাড়ছে এবং তীব্রতর হচ্ছে এ ধরনের হিসাব আবারও তা প্রমাণ করে৷''
দরিদ্র দেশগুলোর আর্থিক অবস্থার ওপর জলবায়ু পরিবর্তনমারাত্মকভাবে আঘাত হানছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব আবহাওয়া সংস্থাসহ ২৪টি অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও আন্তঃসরকার সংস্থার বিশেষজ্ঞ মিলে তৈরি করা রিপোর্টটিতে বলা হয়েছে৷
খাদ্যশস্য উৎপাদন কমবে, পোকামাকড়বাহিত রোগের বিস্তার হবে
গবেষকদের মতে, তাপমাত্রা বাড়ার কারণে ২০০০ সালের পর থেকে খোলা জায়গায় শ্রমিকদের কাজ করার হার ৫ দশমিক ৩ ভাগ কমেছে৷ এই সময়ে উচ্চ তাপমাত্রার কারণে হিট স্ট্রোক, হৃদরোগ ও পানিশূণ্যতা আগের তুলনায় ১২৫ মিলিয়ন বেড়েছে৷
‘‘জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্য উৎপাদনের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷ এক ডিগ্রি সেলসিলায়াস তাপমাত্রা বাড়ার কারণে বিশ্বব্যাপী গম উৎপাদনের পরিমাণ ছয় শতাংশ এবং ধানের উৎপাদন কমবে ১০ শতাংশ'' বলা হয় ল্যান্সেট এর গবেষণায়৷ আর এর ফলে ভয়াবহ হারে বাড়তে থাকবে ক্ষুধার্তের সংখ্যা৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেছেন, যদিও তা কার্যকর হতে আরও প্রায় চার বছর লেগে যাবে৷
প্রতিবেদনে বলা হয়, উচ্চতাপমাত্রা, বন্যা, ঘুর্ণিঝড়ের কারণে জীবনের ঝুঁকি যেমন বাড়বে, তেমনি পানিজনিত ঝুঁকিপূর্ণ নানা রোগ, পোকামাকড়ের বহন করা রোগব্যাধির বিস্তারও ঘটবে৷ ফলে দীর্ঘমেয়াদী শারীরিক ঝুঁকি বাড়বে৷
এএম/এসিবি (এএফপি)