চলচ্চিত্র উৎসব
১৯ ফেব্রুয়ারি ২০১২জার্মানির রাজধানী বার্লিনে এ বছর ৯ই ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হলো বার্লিনালে৷ সারা বছর এই উৎসবের জন্য প্রতীক্ষায় থাকেন জার্মানি ও ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র কর্মী ও ভক্তরা৷
টিকেট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনলেন বার্লিনে বসবাসকারী মধ্যবয়সি এক ব্যবসায় প্রশাসক৷ ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে তিনি বার্লিনালে নিয়ে তাঁর উৎসাহের কথা জানান, ‘‘আমি এই উৎসবটাকে খুবই ভালোবাসি৷ এ উৎসবে যোগ দেওয়াটা একটা বিশেষ অনুভূতি৷ কারণ বিভিন্ন ধরণের মানুষের সমাগম ঘটে এখানে৷ এছাড়া বিশ্বের নানা দেশের নানা ভাষার ছবিগুলো এক জায়গাতেই দেখা যায়৷ এছাড়া সমাজ ও রাজনীতির নানা প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবিগুলোও এখানে থাকে৷ সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশ প্রভাব ফেলে৷''
বুলগেরিয়া থেকে বার্লিনালের ট্যালেন্ট ক্যাম্পাসে যোগ দিতে এসেছেন তরুণ চলচ্চিত্র কর্মী গেয়র্গি৷ ইতিমধ্যে তিনি ৬টি প্রামাণ্য চিত্র তৈরি করেছেন৷ বার্লিনের লাল গালিচা বেছানো এই উৎসব নিয়ে তাঁর অভিব্যক্তি, ‘‘এখানে খুবই ঠান্ডা৷ কিন্তু এটি বিশ্বের বড়মাপের চলচ্চিত্র উৎসবগুলোর একটি৷ আমি মনে করি ছবি নির্মাতা ও ছবির জগতের সাথে জড়িতদের সবার অবশ্যই এ উৎসবে আসা উচিত৷''
বার্লিন চলচ্চিত্র উৎসব আয়োজনের নানা দিক হাতে-কলমে শেখানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি ছোট ও মধ্য মাপের চলচ্চিত্র উৎসবের বারো জন প্রতিনিধিকে আনা হয়েছে বার্লিনে৷ ডয়চে ভেলে একাডেমির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় যোগ দিচ্ছেন ভারত থেকে আসা এক্সপেরিমেন্টা চলচ্চিত্র উৎসবের ব্যবস্থাপক আনুজা ঘোসালকার৷ বার্লিনালে নিয়ে আনুজার মন্তব্য, ‘‘গোটা উৎসবটাই খুব মজার৷ তবুও আমি কিছু কিছু বিভাগের ছবিগুলো অন্যগুলোর চেয়ে বেশি উপভোগ করছি৷ বিশেষ করে রাশিয়ান আর্কাইভ থেকে কিছু ছবি এখানে আনা হয়েছে এবং বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট ছবি যেগুলো ফোরাম বিভাগে দেখানো হচ্ছে সেগুলো দেখে আমি খুব মজা পেয়েছি৷ এমনকি মূল প্রতিযোগিতা এবং প্যানোরামায় থাকা ছবিগুলোর চেয়েও আমার কাছে এগুলোই বেশি ভালো মনে হয়েছে৷''
জার্মানির হামবুর্গে থাকেন অলিভিয়া৷ ফ্রিল্যান্সার হিসেবে সম্পাদনার কাজ করেন তিনি৷ প্রায় প্রতি বছরই বার্লিনালেতে আসেন এই ছবির উৎসব দেখতে৷ কোন ছবিগুলো তিনি বিশেষভাবে দেখতে আগ্রহী, এমন প্রশ্নের উত্তরে প্রথমেই বললেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ডন টু ছবির কথা৷ এছাড়া বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্রও দেখতেও আগ্রহী অলিভিয়া৷ বার্লিনালে সম্পর্কে অলিভিয়া বললেন, ‘‘এটির পরিবেশটাই ভিন্ন রকম৷ এখানে বিশ্বের নানা দেশ থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে৷ সবমিলিয়ে এটা একটা চমৎকার আনন্দ-উল্লাসের জায়গায় পরিণত হয়৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম