যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
৮ জুন ২০১৭দেশে পর পর দুটি সন্ত্রাসী হামলা ও ব্রেক্সিট নিয়ে বিতর্কের মাঝে নিজের কিছু মন্তব্য ও আচরণ নিয়েপ্রবল চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী টেরেসা মে৷ সেই দুর্বলতার সুযোগের সদ্ব্যবহার করে এক ধাক্কায় অনেকটা এগিয়ে গিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী লেবার দলের নেতা জেরেমি করবিন৷ কিন্তু বুধবারের একাধিক জনমত সমীক্ষা বলছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর রক্ষণশীল টোরি দলই সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়িয়ে নিতে চলেছে৷
তবে ২০১৫ সালের সাধারণ নির্বাচন ও গত বছর ব্রেক্সিট সংক্রান্ত গণভোটের পর ব্রিটেনের জনমত সমীক্ষাগুলি ভুল প্রমাণিত হওয়ায় এবার তাদের পূর্বাভাষ নিয়ে সংশয় বেড়ে গেছে৷ তাছাড়া যেসব ভোটার শেষ পর্যন্ত মনস্থির করতে পারেননি, তাদের রায় নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে৷
নির্বাচনে জয় হলেও বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী৷ নতুন সরকারকে দ্রুত ব্রেক্সিট সংক্রান্ত আলোচনা শুরু করতে হবে৷ ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে স্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে প্রস্তুত রয়েছে৷ ফলে ব্রিটেনের রাজনৈতিক নেতারা যেসব ছাড় চাইছেন, শেষ পর্যন্ত সেগুলি আদায় করা সম্ভব হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷
গোটা দেশে ৬৫০টি নির্বাচনি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে৷ সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোট দিতে পারেন৷ ৯ই জুন ভোরের আগেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধান রাজনৈতিক দল বা জোটের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করার আহ্বান জানাবেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ আগামী ১৩ই জুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন ও সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হবার কথা৷ এরপর ১৯শে জুন রানির ভাষণের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হবে৷ সেই সপ্তাহেই ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু হবার কথা৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)