চামড়ার পণ্যও পরিবেশবান্ধব?
৩১ জুলাই ২০১৮ইইউ-র অর্থায়নে চালিত এক গবেষণা প্রকল্পের আওতায় নতুন এক প্রযুক্তির কল্যাণে স্পেনের সিইয়া শহরের এক ট্যানারি চামড়া উৎপাদন আরও পরিবেশবান্ধব ও নিরাপদ করে তুলতে পেরেছে৷ এক চামড়া কোম্পানির প্রধান প্রধান হিসেবে সিলভিনো নাভারো বলেন, ‘‘টাইটানিয়াম-ভিত্তিক প্রক্রিয়ার নানা সুবিধা রয়েছে৷ প্রাকৃতিক সম্পদ হিসেবে টাইটানিয়ামের পরিমাণ বেশি থাকায় এই প্রক্রিয়া অনেক বেশি টেকসই৷ টাইটানিয়াম হাইপোঅ্যালার্জিনিক হওয়ায় স্বাস্থ্যের জন্যও বেশি ভালো৷''
চিরায়তচামড়া প্রক্রিয়াজাত করার পদ্ধতিতে চামড়া উৎপাদনবা গুদামজাত করার সময়ে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম নামের এক কার্সিনোজেনিক যৌগিক পদার্থ সৃষ্টি হতে পারে৷ টাইটানিয়াম ব্যবহার করলে সেই ঝুঁকি দূর হয়৷
ফলে চামড়া উৎপাদনের সময়ে দূষণের মাত্রা কমে যায়৷ ইনেস্কপ ফুটওয়্যার প্রযুক্তি ইনস্টিটিউটের মিগেল মার্তিনেস সানচেস বলেন, ‘‘চামড়া উৎপাদনের সময়ে বর্জ্য হিসেবে যে পানি সৃষ্টি হয়, তা চিরায়ত ট্যানিং-এর সময়ে সৃষ্ট পানির তুলনায় কম দূষিত৷ আরও জরুরি বিষয় হলো, এই প্রক্রিয়ায় চূড়ান্ত পণ্যে কোনো ক্রোমিয়াম অবশিষ্ট থাকে না৷ ফলে পরিবেশের জন্য তা আরও ভালো৷''টাইটানিয়াম প্রক্রিয়ায় ট্যান করা চামড়ার গঠনগত বৈশিষ্ট্য চিরায়ত প্রক্রিয়ার তুলনায় মোটেই নিকৃষ্ট নয়৷ বরং এর স্বাস্থ্যগত সুবিধা ক্রেতাদের আকর্ষণ করতে পারে৷ সানচেস বলেন, ‘‘অনেক মানুষ ক্রোমিয়াম প্রক্রিয়ায় ট্যানড চামড়ার সম্পর্কে স্পর্শকাতর, যার ফলে নানা রকম অ্যালার্জি হতে পারে৷ এই সব মানুষ টাইটানিয়াম প্রক্রিয়ায় উৎপাদিত চামড়ার জুতো ব্যবহার করতে পারেন এবং সম্ভাব্য অ্যালার্জির আশঙ্কা এড়াতে পারেন৷''
বেশ কয়েকটি নামকরা কোম্পানি ‘টাইটানিয়াম চামড়া' দিয়ে তৈরি জুতো বিক্রি করছে৷ বাজারে তার চাহিদা প্রত্যাশা ছাড়িয়ে গেছে৷ সিলভিনো নাভারো জানালেন, ‘‘এই মুহূর্তে আমাদের উৎপাদনের ২৫ শতাংশ এই প্রক্রিয়ায় ঘটছে৷ বাজারেও আগ্রহ বাড়ছে৷ যেমন ঘড়ি প্রস্তুতকারক শিল্প, গুরুত্বপূর্ণ গাড়ি শিল্প এবং বিমান চলাচল শিল্পেও গভীর আগ্রহ রয়েছে৷''