1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিয়াস আলী রহস্য

২৫ এপ্রিল ২০১২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারকে ৪ দিন সময় দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ শনিবারের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তার পরিবারের হাতে তুলে না দিলে রোববার থেকে কঠোর কর্মসূচি দেবে বিএনপি৷

https://p.dw.com/p/14kIJ
ছবি: Reuters

ইলিয়াস আলীকে উদ্ধারে তিন দিনের হরতাল কর্মসূচি শেষে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া৷ তিনি বলেন, ইলিয়াস আলী সরকারের কাছেই আছে৷ কিন্তু সে জীবিত না মৃত তা এখনো বলা যাচ্ছেনা৷ তবে তাকে আগামী শনিবারের মধ্যে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে৷ অন্যথায় রোববার থেকে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালনের কথা বলেন তিনি৷ এর আগে ৪ দিন নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি৷

খালেদা জিয়া আরও বলেন, সরকারের জুলুম-নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে৷ তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, সরকার গণতান্ত্রিক আচরণ করলে তারা হরতাল করবেন না৷

ইলিয়াস আলী নিখোঁজ হন গত ১৭ই এপ্রিল রাতে৷ তিনি ঢাকায় তার বনানীর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি৷ পুলিশ বনানী এলাকা থেকে তার প্রাইভেট কার এবং ড্রাইভারের মোবাইল ফোন উদ্ধার করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য