1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেনা চ্যাপলিন, অদেখা চ্যাপলিন

মারুফ আহমেদ২২ এপ্রিল ২০১৩

মাথায় ডার্বি হ্যাট, নাকের নীচে একটুখানি গোঁফ, পরনে টাইট কোট, বিরাট ঢোলা প্যান্ট, পায়ে বড় জুতো, হাতে লাঠি৷ এই পরিচিত চেহারা চলচ্চিত্র জগতের এক আইকন৷ বিংশ শতাব্দীর কিংবদন্তি চার্লি চ্যাপলিন৷

https://p.dw.com/p/18JpT
FILE - In this 1931 film image originally released by United Artists, actor Charlie Chaplin is seen in the silent film "City Lights." A new musical "Chaplin," depicting the life of film icon Charlie Chaplin, will open on Broadway on Monday, Sept. 10, 2012 at the Barrymore Theatre in New York. (AP Photo, file)
ছবি: AP

এমন অদ্ভুত সাজপোশাকেই নির্বাক ছায়াছবি ‘দ্য ট্র্যাম্প'-এ অভিনয় করে বিশ্বখ্যাতি পেয়েছিলেন৷ দরিদ্র অথচ সজ্জন ও অমায়িক এক ভবঘুরের জীবন কাহিনি নিয়ে এই ছবি৷ নাকের নীচের ছোট্ট গোঁফটা আজও ‘চ্যাপলিন গোঁফ' হিসেবেই পরিচিত৷ ৭৫ বছরের ক্যারিয়ারে চ্যাপলিন কৌতুকাভিনয় দিয়ে হাসিয়ে হাসিয়েই জয় করেছেন দর্শকদের হৃদয়, দেখতে দেখতে অস্রুও ঝরেছে তাঁদের৷শিল্প, সংস্কৃতি, রাজনীতি থেকে শুরু করে শ্রমিক সমাজ, প্রেম-প্রীতি, ভালোবাসা এবং সামাজিক দুর্দশাও ছিল তাঁর ছবির বিষয়৷ নির্বাক যুগ থেকে শুরু করে সবাক ছবির জগতেও চ্যাপলিনের মতো আর কোনো শিল্পী ছায়াছবির জগতে এতটা প্রভাব বিস্তার করতে পারেননি৷

পুরো নাম: স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন

ARCHIV - Charlie Chaplin mit Spazierstock, Hut und abgetragenen Kleidern in dem Film «Rampenlicht» (1952).Geöffnete Geheimdienstakten des britischen Secret Service haben den Mythos über die Stummfilm-Legende Charlie Chaplin befeuert. Den Papieren zufolge gibt es keine gesicherten Angaben über den Geburtsort des Schauspielers. Das britische Nationalarchiv veröffentlichte die Geheimdienstinformationen am Freitag (17.02.2012). +++(c) dpa - Bildfunk+++
স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিনছবি: picture-alliance/dpa

জন্ম: ১৬ই এপ্রিল, ১৮৮৯, লন্ডন, ইংল্যান্ড

মৃত্যু: ২৫শে ডিসেম্বর, ১৯৭৭, ভিভে, সুইজারল্যান্ড

পেশা: অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সংগীতকার

বাবা: চার্লস স্পেন্সার চ্যাপলিন সিনিয়র

মা: হান্নাহ হেরিয়েট চ্যাপলিন

স্ত্রী: মিলড্রেড হ্যারিস (১৯১৮ – ২০), লিটা গ্রে (১৯২৪ – ২৭), পোলেট গোদা (১৯৩৬ – ৪২), উনা ও-নিল (১৯৪৩ – ৭৭)

উল্লেখযোগ্য ছায়াছবি: দ্য ট্র্যাম্প, দ্য গোল্ড রাশ, দ্য সার্কাস, মডার্ন টাইমস, দ্য গ্রেট ডিক্টেটর

তবে তাঁর একটা অসাধারণ দিক হয়ত অনেকেই জানেন না৷ তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার ও সংগীতকার৷ সব কিছুতেই ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত৷ এমনকি চেলো, বেহালা ও পিয়ানো বাজানেতোও ছিলেন সিদ্ধহস্ত৷ এসবও শিখেছিলেন কোনো গুরুর সহায়তা ছাড়াই৷ প্রতিটি ছবির সংগীত রচনা করেছেন নিজে৷ কোনো ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর ছিল না৷

শৈশব কেটেছে দুঃখ-দারিদ্র্যের মধ্যে৷ দুঃস্থ শিশুদের স্কুলে প্রাথমিক শিক্ষালাভ৷ সাত বছর বয়সেই আয়-রোজগারে নামতে হয় তাঁকে৷ নয় বছর বয়স থেকে মঞ্চে কৌতুক শিল্পী হিসেবে প্রতিভার বিচ্ছুরণ দেখানো শুরু৷ ১৯ বছর বয়সে ‘ফ্রেড কার্নো' থিয়েটার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ইংল্যান্ড থেকে চলে যান যুক্তরাষ্ট্রে৷ সেখানেই ধীরে ধীরে চলচ্চিত্র জগতে রাজ্য বিস্তার শুরু৷

Charlie Chaplin, left, and Jackie Coogan are seen in Chaplin's 1921 silent film, "The Kid." As one of Hollywood's legendary figures, Chaplin made his reputation playing the role of "The Tramp" in such classic films as "Gold Rush" and "Modern Times." He was one of the founders of United Artists studios in 1919 which produced some of Hollywood's greatest motion pictures. Queen Elizabeth II knighted the British-born comic genius in 1975 for his contributions to world cinema, as a performer, producer and director. (ddp images/AP Photo)
চলচ্চিত্র জগতের এক আইকন, বিংশ শতাব্দীর কিংবদন্তি চার্লি চ্যাপলিনছবি: AP

চ্যাপলিন ছিলেন উদার ও শান্তিবাদী৷ যে কোনো বৈষম্য, বিচ্যুতির সমালোচনায় ছিলেন অকুতোভয়৷ যুক্তরাষ্ট্রের অভিজাত সমাজের সমালোচনাও বাদ যায়নি তাঁর ছায়াছবিতে৷ এ কারণে মার্কিন গোয়েন্দা বিভাগের রোশানলে পড়ে ৫০ দশকের শুরুতে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হন চ্যাপলিন, থিতু হন সুইজারল্যান্ডে৷ ভবঘুরের জীবন কাহিনি থেকে বেরিয়ে নতুন আঙ্গিকের ছায়াছবি নির্মাণ শুরু করেন সেখানে৷ ১৯৭৫ সালে ইংলেন্ডের রানি এলিজাবেথ চ্যাপলিনকে নাইট উপাধিতে ভূষিত করেন৷ ৭৭ সালে, ৮৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন কিংবদন্তি চলচ্চিত্র শিল্পী স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন ওরফে চার্লি চ্যাপলিন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য