চীন, হংকং, ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
৭ জুন ২০২৩ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িতদের যন্ত্রাংশ ও প্রযুক্তি দিয়ে সহায়তা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেয়া হয়৷ নিষেধাজ্ঞা আরোপ হওয়া ব্যক্তিদের মধ্যে বেইজিংয়ে নিযুক্ত ইরানের ডিফেন্স অ্যাটাচে দাভুদ দামঘানিও রয়েছেন৷
এদিকে ইরান মঙ্গলবার এক অনুষ্ঠানে একটি ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে৷ এটি ইরানে তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বলে কর্মকর্তারা দাবি করেছেন৷ ইরানের বার্তা সংস্থা আইআরএনএ এসব তথ্য জানিয়েছে৷
মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে নিষেধাজ্ঞার খবর জানিয়ে বলেছে, ইরানের ডিফেন্স অ্যাটাচে দামঘানি চীন থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবসিডিয়ারিসহ আরও কয়েকটি কোম্পানির জন্য সামরিক কেনাকাটায় সহায়তা করেছেন৷
জাতিসংঘের ইরান মিশন এবং ওয়াশিংটনে চীনের দূতাবাসের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে উত্তর পায়নি বার্তা সংস্থা রয়টার্স৷
চীন ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক জোট শক্তিশালী করতে ২০২১ সালে দুই দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি একটি সহযোগিতা চুক্তি সই হয়৷ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের বড় ক্রেতা চীন৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)