দুর্নীতির দায়ে সেনা কর্মকর্তার আত্মহত্যা
২৮ নভেম্বর ২০১৭চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানায়, গত ২৩ নভেম্বর নিজের বাসায় আত্মহত্যা করেন ঝ্যাংইয়াং৷ মিলিটারি কমিশনের প্রভাবশালী এ সাবেক সদস্যের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও অবৈধভাবে বিপুল সম্পদ কুক্ষিগত করার অভিযোগ উঠেছিল৷ মূলত অভিযুক্ত দুই জেনারেলের সাথে পলিটিক্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের পরিচালক ঝ্যাং- যোগাযোগের বিষয়টি তদন্তে উঠে আসে৷দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের জুলাইয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন জেনারেল গুও বক্সিয়ং৷ ২০১৫ সালে বিচার চলার সময়ই মারা যান আরেক জেনারেল জু কাইহাও৷ দু'জনেই পর্যায়ক্রমে সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন৷
২০১২ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন৷ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অসংখ্য কর্মকর্তাসহ প্রায় ১৩ লাখ কমিউনিস্ট পার্টির নেতাকেও আইনের আওতায় আনা হয়েছে৷
সেনাবাহিনীর বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তা স্বীকার করেন, বাহিনীর মধ্যে দুর্নীতি এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে, সামগ্রিকভাবে সেনাবাহিনীর কর্মক্ষমতার উপরও তার প্রভাব পড়েছে৷ তবে, অনেকেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এ পদক্ষেপের সমালোচনা করে বলেন, সরকার বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এ অভিযান৷
আরএন/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)