1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা’

৮ নভেম্বর ২০১২

আগামী মার্চে পদ ছেড়ে দিতে হবে৷ তার আগে দলীয় সম্মেলনে নিজের শেষ ভাষণে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বললেন, দুর্নীতি বড় সমস্যা হয়ে উঠেছে দেশের জন্য৷ এ সমস্যা দূর করতে হবে৷

https://p.dw.com/p/16fMb
ছবি: REUTERS

বেইজিংয়ে শুরু হয়েছে চীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস৷ সারা দেশ থেকে দু হাজারের মতো প্রতিনিধি এসেছেন সম্মেলনে অংশ নিতে৷ সম্মেলন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে৷ এখানেই চীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে৷ বর্তমান স্ট্যান্ডিং কমিটির নয় সদস্যের মধ্যে প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ সাত জনের বিদায় নেয়ার কথা৷

তবে সম্মেলনে নতুন নেতা নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন হবে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে৷ বৃহস্পতিবারও সম্মেলনের ভেন্যু গ্রেট হল ছিল নিরাপত্তার চাদরে ঢাকা৷ বেইজিংয়ের গুরুত্বপূর্ণ অনেক জায়গাতেই জনগণের চলাচল ছিল নিয়ন্ত্রিত৷ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে মর্মন্তুদ এক দৃশ্যের বর্ণনা৷ তিয়ানানমেন স্কোয়ারে এসেছিলেন এক বৃদ্ধা৷ এসেছিলেন কমিউনিস্ট পার্টির সম্মেলন চলার সময় নিজের দুর্ভোগের কথা জানিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে৷ কিন্তু দাঁড়ানোরও সুযোগ না দিয়ে পুলিশ তুলে নিয়ে যায় তাঁকে, কেড়ে নেয় তাঁর সব কাগজ-পত্র৷

Parteitag China Kommunistische Partei
ছবি: AP

প্রেসিডেন্ট হু জিনতাও তখন গ্রেট হলে ভাষণ দিচ্ছেন৷ বলছেন, ‘‘দুর্নীতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে৷ দুর্নীতি বিরোধী লড়াই এবং রাজনৈতিক সংহতি এখন সব মানুষের চিন্তার কেন্দ্রবিন্দুতে৷ দুর্নীতির বিরুদ্ধে আমাদের ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যেতে হবে৷’’

সাম্প্রতিক কালে চীনে বেশ বড় দুটো কেলেঙ্কারি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ৷ কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা বো শি লাই-এর স্ত্রী ব্রিটিশ এক ব্যবসায়ীকে মেরে ফেলেন৷ কিন্তু বো তাঁর ক্ষমতার অপব্যবহার করে ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আছে৷ বৃহস্পতিবার ভাষণের এক পর্যায়ে বো-এর দিকে ইঙ্গিত করেই হু জিনতাও বলেন, ‘‘অপরাধী যে-ই হোক শাস্তি পেতেই হবে৷’’ গত মাসে নিউইয়র্ক টাইমসে ছাপা হয় আরেকটি খবর৷ সেখানে বলা হয়, চীনের প্রধানমন্ত্রীর গোপন সম্পত্তির মূল্য আনুমানিক ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের মতো৷ চীন সরকার অবশ্য খবরটিকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে৷

Parteitag China Kommunistische Partei
ছবি: AP

দু ঘণ্টার ভাষণে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেছেন চীন কমিউনিস্ট পার্টির বিদায়ী প্রধান হু জিনতাও৷ পাশাপাশি এ-ও জানিয়েছেন, চীন কখনো পাশ্চাত্যের গণতন্ত্রকে অনুকরণ করবেনা৷ দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপ নিয়ে জাপান, দক্ষিণ কোরিয়াসহ অন্য পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে চীন কোনো আপোশ করবেনা বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷ তাইওয়ানকে সতর্ক করে বলেছেন, দেশটি যেন স্বাধীনতার পথে না এগোয়৷ তিব্বত সম্পর্কে কিছু বলেননি৷ তবে বৃহস্পতিবারও ৬ জন বৌদ্ধ ভিক্ষু আগুনে আত্মাহুতি দিয়েছেন৷ আগামী বছরের মার্চে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর কথা হু জিনতাও-এর৷ জি জিনপিংয়ের নতুন প্রেসিডেন্ট হওয়া একরকম নিশ্চিত৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য