1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুলই নাকি টেনিস তারকাদের শক্তির উৎস!

৮ সেপ্টেম্বর ২০১৪

সেরেনা উইলিয়ামসের ঝাঁকড়া চুল অথবা স্বর্ণকেশী মারিয়া শারাপোভার চুল দেখলে কি মনে হয় টেনিসের সব শক্তি লুকিয়ে আছে সেখানে৷ হেয়ার স্টাইলিশ জুলিয়াঁ ফারেল অবশ্য বলছেন এই টেনিস তারকাদের চুলেই লুকিয়ে রয়েছে আসল শক্তির উৎস৷

https://p.dw.com/p/1D82Q
মারিয়া শারাপোভাছবি: picture-alliance/dpa

টেনিস কোর্টে তারকাদের ক্রীড়া শৈলি দেখেই আমরা মু্গ্ধ হই৷ কিন্তু নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে বা ভিক্টোরিয়া আজারেঙ্কার চুল নিয়ে কি মাথা ঘামাই৷ ইউএস ওপেনের অফিসিয়াল হেয়ার স্টাইলিস্ট পারেল কিন্তু বলছেন অন্য কথা৷ গত আটটি টুর্নামেন্টে তারকাদের চুলের স্টাইল করার কাজটি করছেন তিনি৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে টুর্নামেন্ট চলার সময় তাঁর অস্থায়ী সেলুনটি তৈরি করা হয়৷ এই বিউটি সেলুনে তারকারা ম্যানিকিওর, পেডিকিওর, মেকআপ, চুল কাটা, স্টাইল করা, দাড়ি কাটা সবই করে থাকেন৷ প্রতিটি প্রতিযোগীর জন্য বিনা মূল্যে এই সেবা দেন ফারেল৷

US Open Tennis Championship Serena Williams
সেরেনা উইলিয়ামসছবি: picture-alliance/dpa

ফরাসি নাগরিক ফারেল বলেন, ‘‘চুলই সব শক্তির উৎস৷ যদি তারকাদের মনে হয়, নিজেদের দেখতে ভালো লাগছে, চুলটা সুন্দর করে স্টাইল করা হয়েছে তাঁদের আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যায়৷ দেখতে ভালো লাগলে তাঁরা খেলেনও ভালো৷''

২০১০ সালে ইউএস ওপেন চলার সময় ফারেল বলেছিলেন, ‘‘সবাই জানে আমিই রাফায়েল নাদালের লম্বা চুল কেটে ছোট করে দিয়েছি৷ সে বছরই প্রথম তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন৷''

বিনামূল্যে কাজ করা পেছনে যুক্তিটা জানতে চাইলে ফারেল বলেন, ‘‘এত বড় বড় তারকাদের হেয়ার স্টাইল করলে নিজের ব্র্যান্ডের প্রচার এমনিতেই হয়৷'' কারণ সেলুনে তারকাদের সাথে কাজ করার বিভিন্ন মুহূর্তের ছবি তিনি টুইটারে আপলোড করেন৷ সেই সাথে থাকে তারকারা কে কেমন এ নিয়ে মজার মজার কথা৷

পার্ক অ্যাভিনিউতে ল্যোভস রিজেন্সি হোটেলসহ মোট চারটি বিউটি সেলুন রয়েছে তাঁর৷ ছেলেদের চুল কাটার জন্য ১২০ ডলার থেকে ৬৫০ ডলার এবং মেয়েদের জন্য ৯০০ ডলার নেন তিনি৷ তবে তাঁর কাছে কেবল টেনিস তারকারাই নন, তাদের কোচ এবং খেলার সাথে সংশ্লিষ্ট অনেকেই সেলুনে আসেন৷

টেনিসের ভীষণ ভক্ত ফারেল৷ তাই টিভিতে দেখা বড় বড় তারকাদের চুলগুলো স্পর্শ করতে পারছেন এটা ভাবলেই তাঁর রোমাঞ্চ হয়৷ তবে কেবল একজন টেনিস তারকার চুল কাটার সোভাগ্য হয়নি ফারেলের আর তিনি হলেন রজার ফেদেরার৷

এপিবি/এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য